অনেক বন্ধু আছে, আমার কোন বন্ধু নেই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ জুলাই, ২০১৩, ১১:০০:৩৮ সকাল
সম্প্রতি ফেসবুকে আমার বন্ধুসংখ্যা ৯০০ পেরিয়ে গেছে। আমি জানি এ সংখ্যা এত ঘটা করে বলবার মত নয়। অনেকেরই ৪০০০-৫০০০ বন্ধুও আছে; সে তুলনায় আমার বন্ধুসংখ্যা অনেক কম। যাদের অনেক বন্ধু আছে তারা নানানমাপের তারকা, সে তুলনায় আমি নিতান্তই সমতটের মানুষ! এবং আমার এই কমের মধ্যেও তো কামের বন্ধু একজনও নেই; অনলাইনের বন্ধুতা অফলাইনের বন্ধুত্ব নয়! প্রয়োজনে বা আয়োজনে কাউকেই তো আসলে আমি বন্ধু হিসেবে পাই না। শুধু কমেন্ট করা, লাইকস দেয়া, শেয়ার/এ্যাড করা, ইগনোর করা এতেই কী বন্ধুর কাজ শেষ! সরি, ফেসবুক কর্তৃপক্ষ আমি এটাকে বন্ধুত্ব মানতে পারছি না। বন্ধু হবে হাতে হাত ধরে চলা, পাশাপাশি কথা বলা; বন্ধু হবে এই ভাব এই আঁড়ি, কিছু না বলেই চলে আসবে বাড়ি, বন্ধু নির্দ্ধিধায় চুমুক দিবে আমার আধখাওয়া চায়ের কাপে, কেড়ে নিবে আমার আধপোড়া সিগারেট; বন্ধু আমার মনের মেঘ তাড়িয়ে রোদ এনে দিবে, বন্ধু আমার কাছে খোলা জানালা, অখন্ড উপন্যাস, আসলে সে আমার মনের মানুষ!
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন