মারফীর প্রেমসূত্র- শেষ কিস্তি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ জুন, ২০১৩, ১০:৫৪:২০ সকাল



৪৯) যখন কোনো সুদর্শনা নারী বা সুদর্শন পুরুষ আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসা অকৃত্রিম নয়।

৫০) কোনো রমণীর মন পাওয়ার সর্বোৎকৃষ্ট পন্থা হলো অপর রমণীর প্রতি অনুরাগ প্রদর্শন।

৫১) একজন পুরুষ যে কোনো রমণীকে নিয়ে সুখী জীবন যাপন করতে পারে, যদ্দিন পর্যন্ত না সে ঐ রমণীকে ভালোবেসে ফেলে।

৫২) ক্লান্ত কিংবা বিশ্রামরত রমণীর সাথে কখনো তর্ক করতে নেই।

৫৩) সৌন্দর্যের গভীরতা ত্বক অব্দি। নোংরামি হাড়ের ভিতরে ঢুকে যায়।

৫৪) ভালোবাসার দুঃখ ফিনকি দিয়ে বের হয়। ভালোবাসা আসে উদ্দাম জলোচ্ছ্বাসের মতো।

৫৫) প্রেম এমনই যার সংজ্ঞা একেক রমণীর কাছে একেক রকম।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File