মারফীর প্রেমসূত্র-৮
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৩ জুন, ২০১৩, ১০:২৪:১০ রাত
৪৩) যখন কেউ আপনাকে আশাতিরিক্ত ভালোবাসে, বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে।
৪৪) যদি কাউকে ভালোবাসেন, সে চলে যেতে চাইলে যেতে দিন। যদি আর কোনোদিন সে ফিরে না আসে, বুঝবেন সে আপনার ভালোবাসার যোগ্য ছিল না।
৪৫) ভালবাসার বচসায় মাথায় সবচেয়ে বুদ্ধিদীপ্ত বিবৃতিটি জাগ্রত হয় সবচাইতে অপ্রয়োজনীয় মুহূর্তে।
৪৬) বিয়ে হলো কুকুরের সামনে পড়ে থাকা এক টুকরো হাড়ের মতো, কুকুরটি হয়তো হাড়টি স্পর্শও করবে না, কিন্তু অন্যান্য কুকুরকে সে হাড়ের ধারে কাছেও ঘেঁষতে দেবে না।
৪৭) প্রেমে পড়লে বুদ্ধিমান ও বোকার মধ্যে কোনো তফাত থাকে না।
৪৮) পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরীরা সর্বদাই সর্বাপেক্ষা কুৎসিত পুরুষকে বিয়ে করে। সবচাইতে সুদর্শন পুরুষ সবচাইতে কুৎসিত মহিলাকে বিয়ে করে থাকে।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন