লেডিস হল রুম নাম্বার ৪১৯

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ জুন, ২০১৩, ০৩:৪৯:৪৪ দুপুর



আমার সহকর্মী হালিমা আক্তার। তাকে শিক্ষার্থী হিসেবে পেয়েছি অল্পসময়, এখন তাকে দেখছি কবি এবং লেখক হিসেবে। তার লেখা বেশ সুখপাঠ্য, প্রথম কবিতার বই জোনাকির ছায়াপথে পড়ে আমার তাই মনে হয়েছে, সহজ-সাবলীল, চেনা শব্দের শৈল্পিক উপস্থাপন সে ভালই রপ্ত করেছে। একজন কবির চোখ যখন জীবনকে দ্যাখে তখন বেশ নিবিড় করে নেয় আশপাশের খুঁটিনাটি বিষয়গুলোকেও। আর যদি কবি প্লাস নৃবিজ্ঞানী হন সেজন তাহলে তা আরও বাঙময় হয়ে ওঠে। আজই তার আরেকটি বই পেয়েছি হাতে, 'লেডিস হল রুম নাম্বার ৪১৯'। হুমায়ুনী আঙ্গিকে এটিকে উপন্যাস বলা যেতে পারে, আমি বরংএখানে দেখেছি স্মৃতিচারণ+কল্পনা এবং বাস্তবতার মিশেল। ফ্লাপ কাভারে তার লেখাটা হুবহু তুলে না দিয়ে স্বস্তি পাচ্ছি না। লেখাটা এমন- "সব সময় অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তা করতে করতে আমরা বর্তমানকে অনুভবের সুযোগ পাই না।" এ সত্যের সাথে একমত না হয়ে উপায় দেখি না! স্মৃতিচারণমূলক লেখাটির মূল চরিত্র মণীষা। তাকে কেন্দ্র করেই আরও অনেকে ঘুরে-ফিরে এসেছে লেখার প্রয়োজনে। পুরুষ হল নিয়ে আমাদের সমাজে যতটা না আলোচনা হয়, লেডিস হল নিয়ে হয় কয়েকগুন। অনেকের নানারকম ধারণা আকার পেতে পেতে, মুখরোচক হতে হতে, অনেকক্ষেত্রেই তা তিল হতে তাল হয়ে যায়। নানান ফ্যান্টাসি ঘুচিয়ে এ বইটি কিছু বাস্তব ধারণা পেতে সাহায্য করবে পাঠককে। নারীর চোখে নারীকে দেখার, পারিপার্শ্বিকতাকে বর্ণনার আরও একটি দলিল আমরা পেলাম। নারী-পুরুষের রসায়ন নিয়ে যুগে যুগে অনেক লেখা হয়েছে, আরও হবে অবশ্যই। আশা করছি, অদূর ভবিষ্যতে তার কাছ থেকে আরও ভাল কিছু উপহার পাব।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File