মারফীর প্রেমসূত্র-৬
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ জুন, ২০১৩, ০৮:৩০:০৬ সকাল
৩১) আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটি আর প্রিয় থাকবে না, যে মুহূর্তে আপনাদের মধ্যে একজন সুন্দরী প্রবেশ করবে এবং আপনারা উভয়েই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন।
৩২) আপনার প্রেমিকা যখন বললো আমার জন্য দামি কোনো কিছু কিনো না আর আপনি করলেনও তাই, সে আপনাকে ছাড়লো বলে।
৩৩) আপনি যাকে ভালোবাসবেন, সে ছেলে হলে তার মা, মেয়ে হলে তার বাবা আপনাকে অবশ্যই অপছন্দ করবেন।
৩৪) একজন সুদর্শন পুরুষ বা সুন্দরী রমণী কারপার্কের মতো, ভালো জায়গাটা তাড়াতাড়ি দখলে চলে যায়।
৩৫) নারীরা নৌকার মতো, তাদের দরকার সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ ও মাঝি-পুরুষের গভীর মনোযোগ। পুরুষরা হলো বাসের মতো, কেউ না কেউ তাতে চড়বেই।
৩৬) কোনো সুদর্শন/নাকে আপনি কখনোই একা পাবেন না, তাদের সঙ্গে এমন একজন আছে যে কিনা ঐ সুদর্শন/নার সঙ্গী বা সঙ্গিনী হবার যোগ্য নয়।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন