এ প্রজন্মের পাল্স বুঝতে পারছি না, মনে হচ্ছে, সেকেলে হয়ে যাচ্ছি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ জুন, ২০১৩, ০৫:২৮:৩৪ বিকাল
বাচ্চাদের টার্মটেষ্টের খাতা দেখতে দেখতে টায়ার্ড। ক্লান্তিটা বেশি লাগে তখন, যখন দেখি কষ্ট করে পড়িয়েও যেই সেই। কোন পরিবর্তন নেই, ব্যাপারটা এমন- প্রশ্ন আপনি যা-ই করুন না কেন, আমি যা মুখস্থ করে এসেছি তা-ই উত্তর! কষ্ট করে নোট করার চল এখন উঠেই যাচ্ছে, মূলবইয়ের ধারেকাছে ভিড়ছে না কেউ। ভাগ্যিস 'ফটোকপি' নামে একটি যন্ত্র এদেশে এসেছিল! বড়ভাইদের শিট কপি করতে করতে চলছে অনার্স পাশ, মাষ্টার্স পরীক্ষাও এসে গেল। কিছু কিছু শিক্ষার্থীর ভাবখানা এমন যে, ক্লাস না করলে চলে- ভার্সিটিতে এত পড়তে হয় নাকি? কাগজ-কলম-বইয়ের বালাই নেই, বেশ ফিটফাট স্মার্ট স্টুডেন্ট। ক্লাসে এসে পাশের কারো কাছ থেকে একটি পাতা নিয়ে, কলম ধার করে কিছু লেকচার লিখলে লিখলাম, না লিখলে না লিখলাম; শিক্ষকের কাজ বক বক করা, সে বক বক করে চলে যাবেন। পরীক্ষার সময় তো শিট তো পাওয়া যাবেই, এতো কাগজ-কালির অপচয় করে কি লাভ!
ইদানিং দেখছি কোর্সে বেশি টপিক পড়ালেও শিক্ষার্থীরা বেশ বিরক্তবোধ করে। ভাবখানা এরকম- আটটা প্রশ্ন করবেন, আটটা পড়ালেই তো হয়, কি দরকার সময় নষ্ট করে! আর এই ভাবের টিচারও তৈরি হয়েছে আজকাল, সব শর্টকার্ট! ধর তক্তা মার পেরেক!!
এ প্রজন্মের পাল্স বুঝতে পারছি না! মনে হচ্ছে, সেকেলে হয়ে যাচ্ছি!
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন