ব্যাগে ভরা যাই হোক কাঁচাপাকা আমজাম শান দেয়া ছুরি হাতে কাটাকাটি এই কাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ জুন, ২০১৩, ০৫:১৬:১৫ বিকাল
লিচু গাছে কাঁঠাল খুঁজে
পেয়ে গেছি পাকাআম,
ব্যাগ ভরা আম নিয়ে
যেই নিচে নামলাম
নামলাম জানলাম
ব্যাগে নাকি কালাজাম!
ডানে-বামে লোকে ভিড়
রাম রাম একি কাম!
চেচামেচি শোরগোলে
আমি বুঝি ঘামলাম,
ঘামলাম সামলাম
কিভাবে যে থামলাম?
থেমে দেখি সবি মেকি
একই লোকে বহুনাম
ফটোকপি মুখগুলো
পিং সাং হুবহু ধাম
ধমাধম ধামাধাম
লিচুগাছের ডালা ভেঙে
যেই বলেছি, 'হেই বেডা!'
আয়না হতে যায়না মুখ
ঝামটি মারে, 'তুই কেডা?'
বিষয়: বিবিধ
১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন