আশীর্বাদ করি অনেক বড় হও
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ জুন, ২০১৩, ০৭:১২:৪৬ সকাল
গ্রীস্মের ছুটির পর গতকাল ক্যাম্পাসে গেলাম, কিন্তু অনিবার্য কারনে ক্লাশ নিতে পারলাম না। হাতের অন্যান্য কাজ সেরে করিডোরে দাড়িয়েছি, হঠাৎ আমার এক পুরাতন শিক্ষার্থী কদমবুছি করতে চাইল। আমি তাকে না করলাম, বিব্রতবোধ করলাম এবং সরে যেতে চাইলাম; কিন্তু সে এতটাই আবেড়তাড়িত যে তাকে থামান গেল না। এরপর সে বলল, স্যার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিবেন না! আমি জিজ্ঞেস করলাম, কি নতুন কিছু ঘটেছে জীবনে? সে জানাল, তেমন কিছু নয়। ব্যস্ত করিডোরে আমি তার মাথায় কাঁপাকাঁপা হাত রেখে বল্লাম, আশীর্বাদ করি অনেক বড় হও! আমার চোখে জল এসে যাওয়ার আগে আমি আড়াল খুঁজলাম।
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন