এতকিছু করেও যদি শিক্ষার ক্ষয় কমান যায়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ মে, ২০১৩, ১১:৫২:১৭ সকাল
আমার শিক্ষায় ক্ষয় ধরেছে! ব্যাপারটা বুঝিয়ে বলি, শিক্ষা নাকি জাতির মেরুদন্ড, সে হিসেবে আমারও! পিঠে বহুতদিনের ব্যথা নিয়ে গেলাম হাড্ডিবিশেষজ্ঞের কাছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তিনি বললেন
-শক্ত বিছানায় শোবেন
-সোজা হয়ে বসবেন
-মেরুদন্ড বাঁকা করে কাজ করবেন না
-সামনে ঝুঁকে ওজন ওঠাবেন না
-শরীরের ওজন কমাতে হবে
-সোজা হয়ে গোছল করবেন
-হাইকমোড ব্যবহার করবেন
আর এরসাথে দিলেন এক হালি টেষ্ট, এক ডজন ওষুধ! আহারে, এতকিছু করেও যদি শিক্ষার ক্ষয় কমান যায়। আমি মাষ্টার মানুষ, এমন ক্ষয়রোগ হলে কি করে বাঁচব?
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন