আমারও প্রয়োজনীয়তা আছে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৯ মে, ২০১৩, ০৯:০৫:৫৮ সকাল
হিরে মুক্তা চুনি পান্না আছে
তবু নুড়িপাথরের প্রয়োজনীয়তা আছে!
সরাব, শরবত, জাফরানী জল আছে
তবু বৃষ্টির প্রয়োজনীয়তা আছে!
সুপ, ফ্রাই, ভুনাভাজি, ঝোলঝোল আছে
তবু সাদাভাতের প্রয়োজনীয়তা আছে!
আমার চেয়ে ভাল মানুষ অনেকেই আছে
তবু আমারও প্রয়োজনীয়তা আছে!
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন