আহমদীয়া
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৮ মে, ২০১৩, ১২:৫৬:৫৯ দুপুর
গতকাল আমার ঘিলুতে আরেকটি নতুন অভিজ্ঞতার কোষ যুক্ত হল। আমার এক ছাত্রের বিয়ে অনুষ্ঠান উপভোগ করলাম, ভিন্নরকম! আমি আগেই জানতাম সে আহমদীয়া সম্প্রদায়ের অনুসারী। একটু দ্বিধা হচ্ছিল, কিন্তু নৃবিজ্ঞানের নিড়ানি দিয়ে দ্বিধার আগাছা তুলে ফেল্লাম। মিরপুর-২ এ ওদের একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল।
এর আগে জুমআর নামায পড়লাম। অনেকটাই আমাদের মত, পার্থক্য যা দেখলাম তা হল- ওদের খুতবা হয় সারাবিশ্বে একইরকম। বর্তমান খেলাফত যার কাছে তিনি থাকেন লন্ডনে; খলিফা যা বয়ান করেন তার তরজমা-তাফসির করে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেয়া হয়। মসজিদের একপাশে টিভিসেট রাখা দেখলাম, পড়ে শুনলাম খলিফার কথা সরাসরি শোনার জন্য, অথবা ইসলাম জলসা, জামাতের খবর নেয়ার জন্য এই ব্যবস্থা। আলাপচারিতায় আরও জানলাম বর্তমান বিশ্বের দুশোর্ধ দেশে প্রায় ২৫ কোটি আহমদী রয়েছে। এদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। পাকিস্তানে এদের একটি বিদ্রোহী গ্রুপ আছে যারা বর্তমান খলিফাকে মানেনা, এরা লাহোরী গ্রুপ নামে পরিচিত। বাংলাদেশের ঢাকায় বক্সিবাজারে এদের কেন্দ্রীয় দফতর, এছাড়া প্রত্যেক বিভাগ জেলা পর্যায়ে রয়েছে এদের কার্যক্রম। প্রত্যেক আহমদী তার উপার্জনের ১০% বায়তুল মালে সংগ্রহ করেন, মসজিদভিত্তিক এই সমগ্রক হতে গরীব-দুঃখীকে সাহায্য করা, জুম্মাবারে ভোজের আয়োজন করা হয়। প্রতিদিন বাসায় অন্তত এক ওয়াক্ত নামাজ পরিবারের সকল সদস্যকে নিয়ে আদায়ের রেয়াজ আছে এদের মাঝে। এরা বিশ্বাস করেন ইমাম মাহদী (যা কোরআন ও বাইবেলে বলা আছে) এসেছিলেন এবং পুনরায় খেলাফত চালু করে গেছেন। এখন আহমদীদের কাজ হচ্ছে দাওয়াতের মাধ্যমে সবাইকে জানান। আমিও জানলাম বিয়ের দাওয়াত উপলক্ষ্যে। এবং দোয়া করলাম, ওদের জীবন যেন সুখময় হয়!
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন