মাননীয় শিক্ষামন্ত্রী একটু দেখবেন ব্যাপারটা দয়া করে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ মে, ২০১৩, ০৯:৩৩:৪৬ সকাল
শিক্ষার আর কতটা বারটা বাজাবেন বর্তমান সরকার! কেবল পাশের হার বাড়ালেই হল। এই হারের পেছনে আমাদের কতটা নৈতিক হার হচ্ছে সে খবর কি আছে? কিছু প্রবীণ শিক্ষককে জানি যারা বোর্ডের খাতা দেখা বাদ দিয়ে দিয়েছেন, কারণ নির্দেশ মেনে নাম্বার দেয়ার সাথে তারা আপোষ করছেন না। এ জানাজানিটা পুরাতন। ইদানিং শুনতে পাচ্ছি, প্রশ্নফাঁসের হিড়িক। আমার এক নিকটীয় এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সে আমাকে জানাল ইংরেজী ১ম ও ২য় দুইটারই পাঁচসেট করে প্রশ্ন পেয়েছে। সলভ করা এসব প্রশ্নের প্রতিটা ফটোকপি সে পেয়েছে ২০০ টাকা দরে। সে যার কাছ হতে নিয়েছে সে কিনেছে ৫০০ টাকা দরে। এভাবে যত উপরে উঠা যাবে প্রশ্নের দাম ততই বাড়বে। যতদূর শোনা যায়, গোড়ায় আছে বিজিপ্রেসের লোকেরা। আমার আরেক আত্মীয়ার মেয়ে এসএসসিতে এ প্লাস পেয়েছে, সেও সব প্রশ্নের খবর পেয়েছে, কিন্তু তার মেয়েকে ইংরেজী আর অংকের সেট কিনে দিতে পেরেছিলেন। দ্বিধান্বিত ছিলেন বলে বাকিগুলো সংগ্রহ করেন নি, কিন্তু শুনেছেন- যারা করেছেন প্রত্যেকে হুবহু কমন পেয়েছে। এই যদি হয় এ প্লাস পাওয়ার কারিশমা তাহলে কি হবে এই রেজাল্ট দিয়ে?
মাননীয় শিক্ষামন্ত্রী একটু দেখবেন ব্যাপারটা দয়া করে!
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন