কেবলি করল্লার কচকচানি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ মে, ২০১৩, ০৭:০৩:০৬ সন্ধ্যা
বলবার মত কোন কবিতা লিখতে পারব না জানি
আমার কথা কিছু হয় না, এ কথাও মানি!
কেবলি করল্লার কচকচানি
নিম আর নিশিন্দার আমদানি!
এসব পথ্য গিলে গিলে
পদ্য-পথিক মরে গেলে
আরও একবার নিন্দা-বাণী,
আহহারে
অনাহারে
কতদিন ভালবাসার ভর্তা খাইনি!
সব চেটেপুটে খেয়ে গেছে ডাইনী,
আরেকদিন বলব সেই কাহিনী---
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন