একদিন দেখবেন আপনার বাপ-ভাই আপনার গুলি খেয়ে মরে গেছে। সেদিনের জন্য অগ্রিম আফশোস
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৬ মে, ২০১৩, ০৩:৪৪:৫৩ দুপুর
আমার যারা নিত্যশুভার্থী তারা আমাকে মানা করতে করতে এখন আশা ছেড়ে দিয়েছেন; আমিও নিজের আশা ছেড়ে দিয়েছি। আওমী লীগের দুষ্কর্মের বিরুদ্ধে যেদিন হতে লিখছি সেদিন হতেই আমি বোনাস লাইফ কাটাচ্ছি। আমাকে ফেলে দেয়ার জন্য এদের কাছে অনেক উপকরণ আছে। আমার লাশ সাবার করার জন্য অনেক হায়েনাও কানখাড়া করে আছে।
গত দু-আড়াইমাসে আমি ছাগু উপাধী পেয়েছি, অনেকের হুমকী পেয়েছি, টের পাচ্ছি নানাধরণের কূটকৌশল হচ্ছে আমার চারপাশে। কিন্তু আমি ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েও বলব, 'পরশ্রীকাতর আওমী সরকার এ দেশের স্বার্থ রক্ষা কখনও করবে না, এ দেশের মানুষ প্রতিশোধপরায়ন প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ নয়!'
যারা পুলিশ, বিজিবি বা RAB-এ চাকরি করেন, তাদেরকে বলি- 'নিরস্ত্র মানুষকে গুলি করে মারার মধ্যে কোন কৃতিত্ব নেই। একদিন দেখবেন আপনার বাপ-ভাই আপনার গুলি খেয়ে মরে গেছে। সেদিনের জন্য অগ্রিম আফশোস!'
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন