নেতার অপেক্ষা।

লিখেছেন লিখেছেন তমাল২০১৩ ১৭ এপ্রিল, ২০১৩, ০১:১৫:৫৫ দুপুর

তোমার অপেক্ষায় পৃথিবী আজ

তুমি এসো,এসো তুমি ভোরের

সিগ্ধ পবিত্র আলো হয়ে

তৃষিত জমিনের

বর্ষা হয়ে

তুমি এসো শান্তির বারতা হয়ে

সত্য শান্তি আর মানবতা নিয়ে

শীতের প্রকৃতির আড়মরা ভেংগে

বসন্তের রংগিন ক্যনভাস নিয়ে

তুমি এসো নিষ্পাপ শিশুর নির্মল হাসি হয়ে

বৃদ্ধার আশার আলো হয়ে

তুমি এসো বিস্তৃত নীল আকাশ

আর আদিগ ন্ত সবুজ মাঠ নিয়ে

তুমি এসো দুরন্ত কিশোরের উচ্ছলতা

আর স্বাধীনতা নিয়ে

তোমার অপেক্ষায় পৃথিবী আজ

তুমি এসো আমবস্যার পর

এক ফালি চাদ হয়ে

যৌবনের বাধভাংগা

ভালবাসা আর প্রেম নিয়ে

দাও তুমি ভরিয়ে দাও

এ পৃথিবীকে শান্তির প্রশ্রবনে

তুমি এসো চে –এর বিছন্ন

হাসি হয়ে নয়, এসো

রবিন্দ্রনাথের সূর হয়ে,নজরুলের কবিতা হয়ে

বন্দুক নিয়ে নয়

তুমি এসো বন্ধুত্ত নিয়ে

বিষয়: বিবিধ

১৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File