স্মৃতিচারন - মাহমুদুর রহমান
লিখেছেন লিখেছেন জাকির বেপারী ০১ মার্চ, ২০১৩, ০৩:১০:৪৯ দুপুর
মার্চের ১৬ তারিখও সমস্ত দিন পার হয়ে সন্ধ্যা এলো। জেল কর্তৃপক্ষ আমার মুক্তির ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানায়নি। যেন আমার সাজার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারটা প্রশাসন একেবারে ভুলে বসে আছে। ভাবছিলাম সরকার নতুন কোন মামলা দিয়ে জেলে রেখে দিবে মুক্তি না দিয়ে। মাগরিবের খানিক আগে আমি আর সাঈদী ভাই আজানের অপেক্ষা করছি। সাঈদী ভাই বরাবরের মতোই জোর দিয়ে বললেন, মাহমুদ ভাই, ইন্শাআল্লাহ্ কাল আপনি মুক্তি পাচ্ছেন। কাশিমপুর কারাগারে দেড় মাস ধরে এই আলেম মানুষটি বড় ভাইয়ের মতো করে সব অবস্থায় আমাকে সাহস দিয়ে চাঙ্গা রেখেছিলেন। তার সাথে জেলজীবনে আমি ব্যক্তিগতভাবে ভীষণ উপকৃত হয়েছিলাম। ইসলাম ধর্ম বিষয়ে পণ্ডিত মানুষটির সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কোরআনের তফসির, রসুল (সা.)-এর জীবনী এবং ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করার বিরল সুযোগ পেয়ে নিজের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্তব্ধ করে দিতে কত আয়োজন চলছে! আল্লাহ্ আপনি মজলুমের সহায় হোন। জুমার এই পবিত্র সময়ে বিনীত প্রার্থনা।
মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন