নুপূংসুকনামা
লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ০১ জুন, ২০১৪, ০৫:৩৫:২৯ বিকাল
গত ফেব্রুয়ারী মাসে একজন মাত্র সৈনিক হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের সীমান্তরক্ষীরা তিন হিন্দুস্তানী সৈন্যকে হত্যা করে এবং একজনের মাথা কেটে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রাখে ।
আর বাংলাদেশ সীমান্তে কাফিররা যখন তখন বাংলাদেশী সীমান্ত রক্ষী ও সাধারণ নাগরিকদের গুলি করে তাদের বন্দুকের নিশানা প্রাক্টিস করে ।
বিপরীতে বর্ডার গার্ড বাংলাদেশ নামের নুপুংসুক বাহিনী দিনের পর দিন সীমান্তে কথিত পতাকা বৈঠকের মাধ্যমে চা নাস্তা আর ভূরি ভূজের আয়োজন করে ।
বর্তমানে বাহিনীটি এতটাই নিবীর্য আর অপদার্থে পরিণত হয়েছে যে এদেরকে দেখামাত্র বার্মিজ কুফ্ফাররাও তাদের নিশানা দাগাতে কসুর করেনা ।
হায় আফসুস !
শত্রুরা আমাদের চতুরদিক থেকে ঘিরে ধরেছে আর আমাদের প্রহরীরা রাইফেল আনলোড করে বসে বসে খেলা দেখছে !
তবে একচেটিয়া বিজিবি (বিডিআর) সৈনিকদের দোষ দেয়া ঠিক হবেনা
সাধারণ সৈনিকরা নিঃসন্দেহে দেশ প্রেমিক ও সিংহ শার্দূল । ।
অপরাধ মূলত বিজিবির কমান্ডিংয়ে থাকা নিবীর্য কাপুরুষ, দেশ ও জাতিদ্রোহি সেনা অফিসারগুলোর । ভীরুতা, কাপুরুষতা যাদেরকে অষ্টে পৃষ্টে বেঁধে ফেলেছে ।
এদেরকে সেনা বলা আর একজন প্রকৃত সৈনিককে অপমান করা এক কথা ।
এরা লড়াই করবে কেমনে ? লড়াইয়ের সাহসই বা করবে কি করে ?
অর্থবিত্ত আর প্রবৃত্তির লালসা এদের অন্তর থেকে দেশ প্রেম ও সাহসকে তাড়িয়ে দিয়েছে । ভুলিয়ে দিয়েছে যুদ্ধের কলাকৌশলকে ।
প্রতিটি পতাকা বৈঠক আর বছরওয়ারী শীর্ষ বৈঠক শেষে ভূড়ি ভূজের মধ্যেই এরা পরম তৃপ্তিতে যুদ্ধ বিজয়ের ডেকুর তুলে ।
পেছনে পড়ে থাকে নীরিহ বাংলাদেশীর লাশ ।
ফেলানীর বেশে কাঁটা তারে ঝুলে থাকে প্রিয় বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মায়ানমার বাংলাদেশের চেয়ে আয়তনে অনেক বড় ।
বাংলাদেশ হল গরীবের বউ , তাই সবাই তার আঁচল নিয়ে টানাটানি করে ।
আপনি হয়ত ভূলে গেছেন ২০০১ এর বড়াইবাড়ি যুদ্ধে পরমানুধারী ভারতীয়রা একটা উচিত শিক্ষা পেয়েছিল ।
যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর যুদ্ধ কৌশল পরমানু বোমা শক্তির একটা এক্সট্রা উপাদান হতে পারে কিন্তু যুদ্ধ জয়ের গ্যারান্টি কখনই নয় ।
যে সেনাবাহিনী একসময় আমাদের গৌরবের ধন ছিল আজ তার কিছু অফিসার আমাদের জন্যই আতংকের কারন হয়ে দাড়িয়েছে ।
এই যে ভিতর থেকে আঘাত শুরু হয়েছে এ ব্যাপারে সম্ভাব্য সকল উপায়ে দেশবাসীকে সচেতন করা আমাদেরই পবিত্র দায়িত্ব ।
এ অবস্থা পথ একটাই মারো না হয় মরো ।
মন্তব্য করতে লগইন করুন