এসব ট্রাজেডীর দায় কাদের ?
লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ২৪ এপ্রিল, ২০১৩, ০৩:৫২:৫৩ দুপুর
২০০১ এর দিকে পত্রিকায় একটি খবর পড়েছিলাম এরকম যে ইরানে নব নির্মিত একটি কালবার্ট ভেংগে সাতজন লোক মারা গেলে তত্ক্ষণাত ঐ কালবার্ট নির্মাণের সাথে জড়িত ঠিকাদার, ইঞ্জিনিয়ার, এবং নির্মান কাজে ব্যবহৃত রড় ও সিমেন্ট সরবারহকারী প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেফতার করা হয় । এবং বিচারে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনা হয় । তা হল টাকা খেয়ে সরকারী ইঞ্জিনিয়ার কার্লবার্টটি নির্মাণের সময় সঠিকভাবে তদারকী করেননি, অধিক লাভের আশায় ঠিকাদার নির্মাণ কাজে মানসম্মত কাঁচামাল ব্যবহার করেননি, অর ডিলার জেনে বুঝে মানহীন পন্য সর্বরাহ করেছেন । বিচারে তাদের দোষ প্রমাণিত হয় এবং তাদেরকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যদন্ডের আদেশ হলে তা পরবর্তীতে কার্যকর করা হয় । দেশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং গণ ও পূর্ত বিভাগ নামে দুটি প্রতিষ্ঠান আছে কি কাজে ? একটা ভবন ধ্বসে এতগুলো মানুষ মারা গেল ! কোন ভবনটা ঠিক আছে, কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা ভেংগে ফেলা দরকার । এগুলা তদন্ত করার দ্বায়িত্ব কার বা কাদের ? সবাই দূর্নীতিতে এতটা নিমজ্জিত হয়েছে যে এখন যারা এসব দেখার দ্বায়িত্বে নিয়োজিত টাকা খেয়ে তারাই ভালকে মন্দ আর মন্দকে ভাল বলে বলে সনদ ইস্যু করছে । ফল কি হচ্ছে ? একের পর এক দূর্ঘটনা, একের পর এক বিপর্যয় শত শত হাজার হাজার নির্দোষ মানুষের প্রাণহানী । একটা দূর্ঘটনার পর যদি তার যথাযথ কারণ উদঘাটন এবং দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা যেত তবে আজ এ পরিণতি হত না এতগুলো মানুষ নিহত ও আহত হবার প্রশ্নই আসত না ।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন