মতি ভাইর প্রথম আলু মেয়েটাকে কোথায় নামাল !

লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ১৪ এপ্রিল, ২০১৩, ১১:১১:৪২ রাত

স্বার্থের জন্য নীতি-আদর্শ বর্জিত পতিত কম্যুরা সবি করতে পারে । এতদিন স্বার্থের জন্য ছোপা কম্যু মতি ভাইরা যাকে হিরোইন বলে দিন রাত প্রচার চালিয়েছে ঠিক একই স্বার্থে আজ তাকে বেশ্যার কাতারেও নামিয়ে এনেছে ।

লেখাটি পড়ে কেউ মনে করবেন না যে ছোপা কম্যু মতি ভাই টিম চেঞ্জ করছে । ছোপা কম্যু মতি ভাই এই

Click this link

লেখাটি প্রকাশ করে একটা ট্রিক্স মারছে আর তাহল তার দৈনিক উঠ পাখির পড়তি বাজারকে উর্ধ্বমূখী করার একটা ঘৃণ্য প্রয়াশ ।

মতি ভাই তার দৈনিক উট পাখিতে এ জাতীয় চটি সাহিত্য প্রকাশের মধ্য দিয়ে তার দৈনিকটির নতুন নামকরন করেছেন । আর তা হল "মতি ভাইয়ের দৈনিক চটি সমগ্র" ।

একটু চিন্তা করেন কতটা বিকৃত রুচীবোধ সম্পন্ন হলে মানুষ এজাতীয় রচনা সৃষ্টি ও তার প্রচার করতে পারে ! ছি ! এরাই যদি এমন হয় তবে তাদের অনুসারীরা আসলেই কেমন !

কম্যুরা যে আসলেই দুশ্চরিত্র, নীতিহীন, বিশ্বাস ঘাতক এবং আদর্শচ্যুত হয়ে দালালী, ভাঁড়ামী ও উচ্ছীষ্ট ভোগে লিপ্ত তা হাসানাত আব্দুল হাই এর

লেখাটিতে স্পষ্ট ফুটে উঠেছে । যদিও লেখাটিতে রুপক চরিত্র ব্যবহারের প্রয়াস চালানো হয়েছে তথাপি এটি পড়ে কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় চরিত্রটি কোথা থেকে নেয়া হয়েছ ।

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File