হেফাজতের ১৩ দফা ও মিডিয়ার অপপ্রচার

লিখেছেন লিখেছেন আহমেদ রিজভী ০৮ এপ্রিল, ২০১৩, ০৭:৫০:৫১ সন্ধ্যা

হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবীর বিরুদ্ধে মিডিয়া অত্যন্ত নগ্নভাবে অপপ্রচার চালাচ্ছে । বিশেষ করে "নারী ও পুরুষের একত্রে বিচরণ" বন্ধের দাবীটিকে নারীর অধিকার ও স্বাধীনতার পরিপন্থী মধ্যযুগীয় মানষিকতা বলে প্রমাণ করতে তারা উঠে পড়ে লেগেছে । এক্ষেত্রে তারা প্রচার চালাচ্ছে যে আলেমরা (তাদের ভাষায় ধর্মান্ধরা) নাকি নারীকে চার দেয়ালের ভিতরে বন্দী করে রাখতে চায়, তারা নারীকে শুধুমাত্র ভোগের বস্তু করে রাখতে চায় (নাউজুবিল্লাহ) । তাদের কথা নারীরা বাহিরে কাজ করতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না ইত্যাদি ইত্যাদি ।

আমি বলব হেফাজতে ইসলামের যে ১৩ দফা দাবীর কোথাও কি বলা আছে যে নারীরা কাজের প্রয়োজনে বাহিরে যেতে পারবে না অথবা নারী চার দেয়ালের ভিতরে বন্দী ও পরাধীন থাকবে ? স্বাধীনভাবে চলাচল করতে পারবে না ? তারা শুধুমাত্র ভোগের বস্তু ? সরাসরি উত্তর হল না ।

বরং হেফাজতে ইসলাম যে দাবী করেছে তার ব্যাখ্যা হচ্ছে ধর্ম ও সমাজ কতৃক নিষিদ্ধ যেকোন সম্পর্কে জড়িত নারী ও পুরুষের একত্রে অবাধ বিচরণ এবং এ জাতীয় সম্পর্ক ও কার্যকলাপকে কঠোর হস্তে দমন করতে হবে । এখন কথা হচ্ছে এখানে নারীর স্বাধীনতা বা তার অধিকারের লংঘণ হলো কোথায় ?

বরং অবৈধ ও প্রকাশ্য যৌণাচার ও ব্যাভিচার থেকে সমাজকে রক্ষার দাবী করাতেই এসবের পূজারীরা এটিকে নিয়ে অপপ্রচার চালচ্ছে ।

একটি কথা না বললেই নয় । একমাত্র ইসলামই নারীকে মানুষ বলে স্বীকৃতি দিয়েছে এবং জন্মলগ্ন থেকে তাদের অধিকার ও স্বাধীনতাকে সংরক্ষণের জন্য কঠোর নির্দেশ প্রদান করেছে । অন্যদিকে এটা প্রমাণিত যে বস্তুবাদী আদর্শের অনুসারিরাই নারীকে পণ্য ও ভোগের বস্তুতে পরিণত করেছে ।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File