[b]ঈদের চাঁদ উঠলেই বা কি, না উঠলেই বা কি![/b]

লিখেছেন লিখেছেন সৈয়দ নূর কামাল ৩১ আগস্ট, ২০১৩, ০৫:৪৪:৩৯ বিকাল

সন্তুষ্টি-বাঁশরির সূর লহরে সেখানে, এখানে সাহারা

ব্যাথার বাহক আমি, ঈদের চাঁদ উঠলেই বা কি, না উঠলেই বা কি!

গান্ধর্ব পূরে বাস যার, সুগন্ধ ওড়ে জীবনের ডানায় ডানায়

হাবিয়া’র নাগরিক আমি, গোলাপ ফুটলেই বা কি, না ফুটলেই বা কি!

দর্শন-তৃষ্ণা মেটেনি কখনো, অনুরাগে সময় ভরেনি

শৈত্যের পুজারী আমি, বসন্তের ঋতু এলেই বা কি, না এলেই বা কি!

হৃদয়ের রক্তক্ষরনের এই ইতিহাস বড়ই প্রাচীন

জড়দেহী দেবমুর্তি আমি, এ জগত চললেই বা কি, না চললেই বা কি!

সুখ ঘর বেঁধেছে সেখানে, আলোকিত হৃদয়ের গলি

অমাবশ্যা-প্রিয় আমি, চাঁদ জোছনা ছড়ালেই বা কি, না ছড়ালেই বা কি!

সেখানে হাসি, আনণ-কাননে ফুটেছে জোড়া জুঁই

মানসে সর্বস্ব-হারা আমি, তুমি ফিরে এলেই বা কি, না এলেই বা কি!

সৈয়দ নূর কামাল

রাস গুমাইস

১২.১২.২০১০

বিষয়: সাহিত্য

১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File