_____'গরম ভাতে বিলাই বেজার'_____

লিখেছেন লিখেছেন উচিত কথা ২৩ এপ্রিল, ২০১৩, ১২:৫৬:৪২ দুপুর

টিআইবি, সিপিডিসহ যে সব প্রতিষ্ঠানগুলো আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে সুপারিশ প্রনয়ন করেছে এগুলো প্রাতিষ্ঠানিকভাবে বা এগুলোর সাথে জড়িত অধিকাংশ লোকই আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।বিতর্কিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল কিংবা তথাকথিত গনজাগরন মঞ্চে গিয়ে এরা যখন সরকারের পক্ষাবলম্বন করে তখন কিন্তু প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে কথা বলেন না। সুশীল সমাজের অনেক বড় নেতৃত্বের অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাফর স্যার। সুশীল সমাজী নামক এই মাষ্টার মশাইরা যখন তাদের ক্লাশ ফাঁকী দিয়ে দেশের গনতন্ত্র হত্যাকারী শেখ মুজিবের উপর প্রধান মন্ত্রীর করা ওয়াজ নসিহত শুনার জন্য ১৫ আগষ্ট ওসামানী মিলনায়তনে গিয়ে পায়ের জুতা খুলে পাটি বিছিয়ে মাটিতে বসে পড়েন তখন কিন্তু তাদের কর্মদক্ষতা কিংবা দায়িত্ব অবহেলা বা ব্যর্থতার প্রশ্ন আসেনা। তখন তারা অতি করিৎকর্মা বনে যান।নিরপেক্ষ দাবীদার এবং প্রফেশনাল এসব আওয়ামী ঘরনার ফেরিওয়ালারা হঠাৎ কেন তাদের রেগুলার পন্য বাদ দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ব্রান্ডেড এসব পন্য ফেরী করার আগ্রহ প্রকাশ করল এ নিয়ে এমনি জনমনে যথেষ্ট সন্দেহ এবং উদ্রেক রয়েছে। তারপরও তাদের হাঁকা ফেরীওয়ালী ডাকটা যেহেতু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে তাই তিনি এদের একটু বকাযকা করে নিলেন। অসৎ উদ্দেশ্যে! নিজ ছেলে মেয়েদের দেয়া এসব ফর্মূলা যদি মহা-অসৎ মাকে (শেখ হাসিনাকে) একটু সততায় ফিরিয়ে আনা যায় তা দেশের জন্য মন্দের চেয়ে ভালোই হবে বৈকি. ..ধন্যবাদ

বিষয়: বিবিধ

১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File