–এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে….?

লিখেছেন লিখেছেন উচিত কথা ২১ এপ্রিল, ২০১৩, ০৬:৪৫:০৬ সকাল

সূত্র: সিনথিয়া আহমেদ, ফেস বুক, সিডনি, অস্ট্রেলিয়া

মূল: মনিরুজ্জমান মানিক, দাম্মাম, সৌদি আরব

——–এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে …….?

আমাদের প্রিয় মাহমুদুর রহমান ফ্যাসিস্ট হাসিনার রুদ্র রোষানলে পড়ে রিমান্ডের নামে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত ৫ দিন ধরে ৩ টি দাবী আদায়ে অনশন করে আসছেন (১.মায়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ২. আমার দেশ পত্রিকা চালু ৩. গ্রেপ্তারকৃত ১৯ জন সংবাদ কর্মীর মুক্তি)। সময় যত যাচ্ছে তাঁর শারীরিক অবস্থা ততই অবনতি হচ্ছে। সর্বশেষ… তাঁর মাও অনশন ভাঙ্গাতে ব্যর্থ হয়েছে। যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে। যে সরকার প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষ মারে, রাতে মায়ের কোল থেকে তার প্রিয় সন্তানকে ধরে নিয়ে গিয়ে মেরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেয়। সে কি করে বুঝবে একজন মাহমুদুর রহমান এর অভিমানী প্রতিবাদী ভাষা ..? আপনার মা আমাদের মা, আমারদেশ আমাদের সবার। আপনি নির্যাতনের মাঝে কারারুদ্ধ আর আমরা মুক্ত থেকেও কারা প্রকোস্টে, আমরা ও ভালো নেই, আমাদের মনও প্রতিনিয়ত কাঁদে আপানর জন্য, প্রিয় আমার দেশের জন্য, হৃদয়ে রক্তক্ষরণ হয় . আপনার বৃদ্ধা মায়ের অপমানে। আপনি যা কিছু করেছেন আমাদের জন্য করেছেন, বাংলাদেশের জন্য করেছেন, বিশ্বের মুসলমানদের জন্য করেছেন। আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকব। আপনাকে অনুরোধ করছি আপনি অনশন ভাঙ্গেন। আপনি নিজে মরে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাহমুদুর রহমানকে মারবেন না। আমরা আপনাকে হারাতে চাইনা। আমাদের আর চাওয়ার জায়গা নেই, আর আশ্রয় নেই। আমরা স্বৈরাচারের সাথে লড়াই করে আপনার দাবিগুলো আপাতত আদায় করতে না পারলেও তার সাথে আপোষ করতে রাজি নই। তাই মৃত্যু পথযাত্রী মাহমুদুর রহমান আপনার সাথেই আপোষ করছি। আপনিও আমদের সাথে আপোষ করেন। আপনি আমাদের দাবিটা মানেন। কথা দিচ্ছি আপনাকে সাথে নিয়ে ই আমরা রাজপথে লড়ব।কলমে লড়ব। আমাদের দাবি আদায় না হলে তাকে উপড়েফেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমাদের ইতিহাস আন্দোলনের ইতিহাস, বিজয়ের ইতিহাস। আপনি চলে গেলে আমরা আমাদের একজন যোদ্ধাকে হারাব। যে শরীরে দুর্বল হলেও মনোবলে পাহাড় সম কঠিন। যার কলমাস্ত্র অনেক শক্তিশালী। আপনার যত রাগ, দুঃখ, বেদনা, অভিমান, প্রতিবাদ, প্রতিশোধ আমাদের সাথে, আমাদেরকে নিয়ে। এ শক্ত পাষানের সাথে কেন? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের যেমন দাম থাকেনা ঠিক তেমনি এক খুনির কাছেও জীবনের মুল্য থাকেনা।আপনি এটুক বুঝতে চেষ্টা করুন। আমরা আপনার কাছে থেকে অনেক জেনেছি, অনেক শিখেছি। আপানর কাছে আমাদের অনেক ঋণ। আপনি না হয় আমাদের কাছ থেকে একটু ঋণ নিন। এটুকু আবদার গ্রহণ করুন। কথা দিচ্ছি আপনি মুক্ত হয়ে সুস্থ হলে সুদে আসলে আপনার কাছে থেকে এর চেয়ে অনেক বেশী আদায় করে নিব।

বিষয়: বিবিধ

১৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File