বাবা মাদের প্রতি

লিখেছেন লিখেছেন মেঘলা ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৫:৩৬ বিকাল

কয়েকদিন ধরে ব্লগ গুলোতে ইসলাম বিরোধী ব্লগার দের লেখা নিয়ে তোলপাড় চলছে। অনেকেই বুঝতে পারছেন না কিভাবে react করবেন। অনেকেই ঘৃণায় জর্জরিত। আমি যতই বিষয়টা নিয়ে চিন্তা করছি ততই ভীত হচ্ছি বাংলাদেশের শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে। কারণ এসব ব্লগাররা একদিনে তৈরি হইনি। এরাই এক সময় নিস্পাপ শিশু ছিল তারপর বড় হয়েছে। তারপর জানি না এদের কিভাবে bring out করা হয়েছে। বাংলাদেশে ছেলে মেয়েদের মানুষ করার সময় দেখেছি একটা বিষয়কেই বেশি importance দেওয়া হয় সেটা হছেছ academic পড়াশোনা। পড়াশোনা ভাল হলেই হল আর কিছু লাগবে না মা বাবাদের এমনি একটা ভাব। আরেক দল মা বাবারা সব বাপারেই খুব strict position নেন। এটা করা যাবে না ওটা করা যাবে না। কিন্তু কেন যাবে না এটা কেন ভাল ওটা কেন ভাল না এটা বুঝিয়ে বলার সময় বা মন মানসিকতা কোনটাই ওনাদের নেই। এভাবে ছেলে মেয়েদের মানুষ না করে ওদের space দিন morality grow করার জন্য। ওদের ধর্মর প্রতি ভালবাসা সৃষ্টি করার চেষ্টা করুন। ধর্ম যেন হয়ে উঠে enjoyable but not a burden. একজন মুসলিম মায়ের দৃষ্টিকোন থেকে লিখছি। চেষ্টা করুন নিজের ছেলে মেয়েদের যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে ছোটবেলা থেকে একটা deep connection তৈরি হয়। আমাদের রাসুল (সাঃ) একজন মহান মানুষ ছিলেন এটুকু না বলে রাসুল (সাঃ) এর জীবন এর বিভিন্ন aspect গুলো ওদের সামনে উপস্থাপন করুন। ছেলে মেয়েরা যেন Batman, Superman এসব idol নিয়ে বড় না হয় বরং বড় হয় আমাদের প্রিয় রাসুল (সাঃ) কে icon করে। বাচ্চাদের বই কিনে দেবার সময় সাবধান হন। নিরপরাধ সাহিত্যই অনেক সময় বাচ্চাদের mentality পরিবর্তন করে দিতে পারে। অকল্পনীয় সায়েন্স ফিকশান এর চেয়ে আমাদের রাসুল (সাঃ) এর জীবনী এবং moral story র বই কিনে দিন যেগুলো পড়লে বাচ্চাদের মন সুন্দর হবে। মনে মায়া তৈরি হবে। বাচ্চাদের মনে ঘৃণা তৈরি না করে মানুষ এর প্রতি ভালবাসা সৃষ্টির চেষ্টা করুন। আমরা কয়েকজন মা মিলে বাচ্চাদের জন্য একটা activity আয়োজন করি। ওখানে বাচ্চাদের গুড manners,ভাল কাজ, মন্দ কাজ, রেসপেকটস টু প্যারেনটস , রেসপেকটস টু others এগুলো নিয়ে শেখানোর চেষ্টা করি। ওদের কে দেই এগুলো নিয়ে poster ডিজাইন করতে বা draw করতে। এসব কেন জরুরি কেন এসব করতে হবে এগুলার জন্য যে কত reward আছে সেগুলা বোঝানর চেষ্টা করি। শিশুদের মানুষ করার সময় তারবিয়া ( আল্লাহ র সাথে সম্পর্কও) এটার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। নামায যেন একটা ডে টুডে রুটিন হয়ে না উঠে। নামায যে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে একটা সম্পর্ক গড়ার উপায় এটা ওদের বুঝাতে হবে। আমরা বাচ্চাদের পরিবেশ ক্লিন রাখার ব্যাপারে শিক্ষা দেই কমবেশি। অথচ আমরা কি ওদের কখনো বলি আমাদের রাসুল (সাঃ) কত বড় environmentalist ছিলেন। শিশুদের প্রত্যেক টা কাজ করার পিছনে একটা রিসন দিতে হবে। আপনি যদি চান আপনার সন্তানকে একজন ভাল সুন্দর মনের মুসলিম হিসাবে গড়ে তুলতে তাহলে অবশ্যই ওদের মনকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর সাথে কানেকট করতে হবে। এভাবে চেষ্টা করলে আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহই আপনার সন্তানকে মানুষ করার ব্যাপারে সহায় হবেন।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File