বোকার স্বর্গে বাস
লিখেছেন লিখেছেন থার্ড্আই ০৩ আগস্ট, ২০১৩, ০৫:০৩:০৯ সকাল
নাস্তিকেরা বোকার স্বর্গে বাস করছে। তারা ভাবছে কি জামাতের নিবন্দন বাতিল হয়েছে বলে জামাত নির্বাচন করতে পারবেনা! জামাত অবশ্যই নির্বাচনে অংশ গ্রহন করবে। জামাত ১৮ দলেই থাকবে। জামাত তার প্রতিটি আসনে স্বতন্ত্র প্রাথি দিবে এবং আগের মতই নির্বাচন করবে। তবে এই নির্বাচন হবে আগের নির্বাচন গুলির চেয়েও আরও দূর্বার। কারন দেশের প্রতিটি মানুষ আজ জেনে গেছে যে, জামাত একমাত্র দল, যারা বিশ্বাস রাখে সকল ক্ষমতার মালিক আল্লাহ্, জনগন নহে। আর এই কারনেই নাস্তিকেরা আজ জামাতের নিবন্দন বাতিল করে বিজয়ের নিশ্বাস নিচ্ছে! আজ পর্যন্ত নাস্তিকেরা যতটি গেম খেলেছে মোসলমানদের সাথে, প্রতিটি গেমেই মোসলমানদের জয় হয়েছে পরুক্ষ ভাবে, যা তারা অনুভব করতে পারেনা। জামাতের নিবন্দন বাতিলের মাধ্যমে বিজয় মোসলমানদের হয়েছে, নাস্তিকদের নয় যা ত্রিতিও নয়ন দিয়ে তাকালেই দেখতে পাওয়া যায়।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন