বৃষ্টির মতো গুলি-টিয়ারশেল নিক্ষেপ, সংঘর্ষ চলছে
লিখেছেন লিখেছেন নানাভাই ০৬ মে, ২০১৩, ০৩:২৭:৫৬ রাত
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মতিঝিলের শাপলা চত্বর থেকে সরাতে যৌথ অভিযান শুরু করেছে র্যাব ও বিজিবি। পুলিশসহ মোট ১০ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে অংশ নিচ্ছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী।
অভিযানের খবর শুনে তা প্রতিরোধের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে হেফাজতের কর্মী-সমর্থকরা। এছাড়া সাথে থাকা লাঠি আর পাথর নিয়ে আর সড়কে ব্যারিকেড তৈরি করে প্রস্তুতি নিচ্ছেন তারা।
অন্যদিকে, হেফাজত নেতাকর্মীরা নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, যদি গুলি চালাতে হয়, তাহলে যেন আগে তাদের বুকে গুলি চালানো হয়। তাদের স্বেচ্ছাসেবকদের যেন কোনো ক্ষতি করা না হয়।
বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্ট থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঘিরে ফেলেছে। তারা ধীরে ধীরে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে কয়েকটি পয়েন্টে নিরাপত্তা বাহিনী ও হেফাজত নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নিয়েছে। কোনো ধরনের অভিযানে চালানো হলে সেখানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম রক্তপাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/23856
বিষয়: রাজনীতি
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন