পুলিশের পণ

লিখেছেন লিখেছেন গাজীরিপন ০১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫৪:১৬ দুপুর

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

সারাদিন আমি যেন ঘুষ খেয়ে চলি।

আদেশ করেন যাহা মোর বুবুজানে

আমি যেন সেই কাজ করি ভাল মনে।

রাম-বাম সকলেরে যেন ভালবাসি

এক সাথে খাই যেন সবে মিলিমিশি।

লীগের কুকুরদের সাথে মিশে করি খেলা

গুলির সময় যেন নাহি করি হেলা।

সুখি যেন নাহি হই আর কারো সুখে

হাছা কথা কভু যেন নাহি আসে মুখে।

সাবধানে থাকি যেন পথে ঘাটে

কিছুতেই যেন না পরি শিবিরেরই হাতে।

ভাল ব্যবহার না করি যেন কভু কারো সনে

সকালে উঠিয়া এই বলি মনে মনে।

(আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার অবলম্বনে)

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File