সার্বভৌমত্বের অধীনে তাঁরই দাসত্ব ও তাঁরই আইন-বিধানের আনুগত্য করা সকল প্রকার আযাব-গযব থেকে বাঁচার একমাত্র উপায়। ইসলামী সমাজ।

লিখেছেন লিখেছেন স্বপন২ ২৫ নভেম্বর, ২০১৬, ০২:১২:০১ রাত


সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ‘ইসলাম’এর পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দেশবাসী মানুষের সার্বভৌমত্বের অধীনে মানুষের মনগড়া আইন-বিধান পালনের অঙ্গীকারের মাধ্যমে মানুষের দাসত্ব করছে। যার কারণে জাতির মানুষ পরস্পর সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হওয়া সহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের ন্যায় আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্ন রকম আযাব-গযবের শিকার হয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের অধীনে তাঁরই দাসত্ব ও তাঁরই আইন-বিধানের আনুগত্য করা সকল প্রকার আযাব-গযব থেকে বাঁচার একমাত্র উপায়। এ লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা করাই প্রতিটি মানুষের মৌলিক দায়িত্ব ও কর্তব্য। ‘গণতন্ত্র’ নামক মানব রচিত ব্যবস্থার অধীনে জোট, ভোট ও নির্বাচন- মানুষের সার্বভৌমত্ব মেনে মানুষেরই মনগড়া আইন-বিধানের আনুগত্য স্বীকার করে করতে হয় বিধায়; এটা ‘ইসলাম’ প্রতিষ্ঠার পদ্ধতি নয়। অপরদিকে আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় শাসন ক্ষমতা লাভের পূর্বে সশস্ত্র সংগ্রাম (ক্বিতাল) করেননি এবং আল্লাহ রাব্বুল আলামীনও এর (ক্বিতাল’এর) নির্দেশ দেননি বিধায়; “জিহাদের নামে সশস্ত্র সংগ্রাম, সন্ত্রাস ও বোমাবাজি”ও ‘ইসলাম’ প্রতিষ্ঠার পদ্ধতি নয়। মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন করে ছবর ও ক্ষমার নীতিতে অটল থেকে লোকদেরকে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব মেনে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা, একমাত্র আল্লাহর দাসত্ব, তাঁরই আইন-বিধানের আনুগত্য ও তাঁরই উপাসনার (ইবাদাত) অঙ্গীকার এবং এর বাস্তবায়নে আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’এর শর্তহীন অনুসরণ ও অনুকরণের অঙ্গীকার করার দাওয়াতের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্ব ও আনুগত্যের অধীনে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে “সমাজ গঠন আন্দোলন”ই সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’ প্রতিষ্ঠার আল্লাহর নির্দেশিত এবং আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত একমাত্র পদ্ধতি। এ পদ্ধতিতে সময় ও অর্থ কুরবানী করে ‘ইসলাম’ প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা করাই আল্লাহর ক্ষমা ও জান্নাত এবং ঈমানদারগণের রাষ্ট্রীয় শাসন ক্ষমতা (খিলাফাত) লাভের উপায়।

“ইসলামী সমাজ” এর নেতা কর্মীগণ সকল মানুষের কল্যাণে এবং আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের লক্ষ্যে গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন করে আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে আল্লাহরই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ূন কবীরের নেতৃত্ব ও আনুগত্যের অধীনে সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে ‘ইসলাম’ প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উক্ত প্রচেষ্টার অংশ হিসাবে অদ্য ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাওয়াতী পোষ্টারিং ও প্রচার পত্র বিলি করছে। জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে সকলকে আমরা গণতন্ত্র-মানব রচিত ব্যবস্থা পরিত্যাগ করে গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহন করে ‘ইসলাম’ প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় শামিল হওয়ার এবং আন্তরিকভাবে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ্’ই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। আমীন।








http://islamisomaj.org/

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380101
২৫ নভেম্বর ২০১৬ রাত ০৩:২৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
380103
২৫ নভেম্বর ২০১৬ সকাল ০৭:২৬
স্বপন২ লিখেছেন : ধন্যবাদ আপু।
380104
২৫ নভেম্বর ২০১৬ সকাল ০৭:৩১
হতভাগা লিখেছেন : কোন চ্যানেল কি এই গুরুত্বপূর্ণ আলোচনা সভাটি লাইভ টেলিকাস্ট করবে ?


যেভাবে কমেন্টাইতাছেন সবার পোস্টে তাতে মনে হয় সারা ওয়ার্ল্ডেই সম্প্রচার করবে । আল জাজিরা কি চলে আসছে ইতিমধ্যে ?

সরকার মনে হয় ঐ দিন প্রেস ক্লাব ও তৎসংলগ্ন এলাকায় হেব্বি সিকিউরিটি লাগাবে । তাহলে তো সপ্তাহের প্রথম দিন অফিসে আসতে মহাজ্যামের মহা প্যারায় পড়তে হবে !

এই ফাঁপড়ে হুমায়ুন সাহেব শফি নাগরির মত সরকারী সুযোগ সুবিধা হাতিয়ে নেবে। মূলত ইসলামের ধোঁয়া তুলে যারা এগিয়ে আসে তাদের চলা থামে এভাবেই।
২৫ নভেম্বর ২০১৬ সকাল ০৮:৩৫
314621
স্বপন২ লিখেছেন : @হতভাগা, আপনি ২৭ নভেম্বরের প্রোগ্রামে
উপস্থিত থাকেন। আল্লাহর সার্বভৌমত্বের বিশাসী যদি আপনার দল হয়,আমরা আপনার সাথে যোগ দিব । হুমায়ুন সাহেবকে জিজ্ঞাসা করেন, উনি ওখানে থাকবেন।
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১১:৩৩
314626
হতভাগা লিখেছেন : আল্লাহর সার্বভৌমত্বে মুসলমান মাত্রেরই বিশ্বাস থাকা উচিত ।

এটার জন্য উচিত স্বশরীরে এগিয়ে আসা । স্বর্গের দেশে বসে পোস্টে পোস্টে লিংক মারার চেয়ে সেটাই বরং নেতাকর্মীদের জন্য উদ্দিপক হবে।

এ কথা বললেই আপনাদের মত রাজা উজির মারাদের IBS শুরু হয়ে যায়।
380121
২৫ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
স্বপন২ লিখেছেন : হতভাগ, পোস্টে লিংক যদি না মারতাম ,আপনি জানতেন না,আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস কোন দল রয়েছে। গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার পক্ষে বাংলাদেশের সব দল। একমাএ ব্যাতিক্রম ইসলামী সমাজ।
২৭ নভেম্বরের প্রোগ্রামে উপস্থিত থাকেন।আপনি যেহেতু আল্লাহর যে সার্বভৌমত্বে বিশ্বাসী, আপনার যাওয়া উচিৎ। ইসলামী সমাজের বার্তা
পএিকার মাধ্যমে জানতে পাই, মাএ দু'মাস আগে। আপনার না কত প্রশ্ন, স্বশরীরে এগিয়ে গিয়ে হুমায়ুন সাহেবকে জিজ্ঞাসা করেন।
২৫ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
314629
স্বপন২ লিখেছেন : @হতভাগ ,ফেইচ বুকে লাইফ প্রো্গ্রামের ব্যবস্থা
রয়েছে।
https://www.facebook.com/profile.php?id=100013193553874
380137
২৬ নভেম্বর ২০১৬ রাত ১২:২২
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File