ইসলামী সমাজ কি ? সৈয়দ হূমায়ুন কবির, আমীর।
লিখেছেন লিখেছেন স্বপন২ ২৩ অক্টোবর, ২০১৬, ০৫:০৩:১৬ বিকাল
উত্তর: জাতি, ধর্ম, নির্বিশেষে সকল মানুষের সার্বিক কল্যাণে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন-বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা 'ইসলাম' । সমাজ ও রাষ্ট্র পরিচালনায় 'ইসলাম' প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহরই নির্দেশিত এবং তাঁরই রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত শান্তিপুর্ণ পদ্ধতিতে “ঈমান ও ইসলাম এর দাওয়াতের মাধ্যমে” ঈমানদার সৎকর্মশীল লোক গঠনে-একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, তাঁরই আইন-বিধানের আনুগত্য এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শর্তহীন অনুসরণ-অনুকরণের ভিত্তিতে- গঠিত ও পরিচালিত দাওয়াতী সংগঠন ও আন্দোলনই “ইসলামী সমাজ”।
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সার্বভৌমত্বে বিশ্বাসী,প্রতি নির্বাচনে জামায়াত
অংশ গ্রহন করে।ওখানেই শিরকের সাথে যুক্ত।
সংবিধানে মানুষকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে।www.islamisomaj.org ইউটিউবে,islamisomaj এর ভিডিও রয়েছে। ওগুলো দেখতে পারেন।
হতভাগা ভিডিও দেখেন।
মন্তব্য করতে লগইন করুন