কন্যা বেচাকিনার হাট। ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায়

লিখেছেন লিখেছেন স্বপন২ ০১ মার্চ, ২০১৫, ০৯:১০:২৩ রাত

বিয়ে করবেন? কনে পাচ্ছেন না? সমস্য কী! লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরীরা। কেউ রূপচর্চা করছেন। কেউ আবার নিজেদের পোশাক-আশাকের সাথে স্বর্ণালঙ্কার ঠিক করে নিচ্ছেন।

মনে হতে পারে হয়তো তারা কোনো সুন্দরী প্রতিযোগিতায় নেমেছে। আদতে তা নয়। অবাক করার মতো বিষয় যে, নতুন সঙ্গী (স্বামী) খোঁজার জন্য তাদের ওই হাটে তুলেছেন তাদের মা-বাবারা।

ইউরোপের সমৃদ্ধিশালী দেশ বুলগেরিয়ায় স্টারা জোগরা শহরের একটি উন্মুক্ত মার্কেটের চিত্র এটি। প্রতিবছর চারবার বসানো হয় এই হাট। রোমা সম্প্রদায়ের (স্থানীয় ভাষায় কালাইদেঝি) গরিব মা-বাবারা তাদের মেয়েদের হাটে তোলেন। এ জন্য মেয়ের বিয়ের সব খরচ বাবা-মাকে দিয়ে থাকে ওই সম্প্রদায়ের একটি ইউনিয়ন।

যুবকরা কনে পছন্দ করতে আসেন ওই হাটে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন সেখানে। উপস্থিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন ছেলেরা। পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়।

এক বছরে চারবার ‘কনে হাট’ বসানো হয়। রোমান যাজকের কৃপা পাওয়ার আশায় ধর্মীয় ছুটির দিন এবং বসন্ত ও গ্রীষ্মে ওই হাট বসানো হয়। হাটে আসা যুবক-যুবতীরা শুধু খোশগপ্প করারই সুযোগ পান না, নিজেরা ম্যাচমেকারের ভূমিকায়ও অবতীর্ণ হন তারা।

কনজারভেটিভ সম্প্রদায়ের যুবক-যুবতীরা এই সুযোগে একে অন্যকে ধরে নাচে, গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠে। ছবিতে পোজ, এমনকি হালকা পানীয়ও পান করে তারা।

তা¤্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবে এভাবেই ছেলেমেয়েদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের পরিবাররা।

তবে এক মেয়ের বিয়ের পেছনে আড়াই থেকে সাড়ে চার হাজার পাউন্ড খরচ করতে হয় সম্প্রদায়ের ইউনিয়নকে। নিজেদের ঐতিহ্য রক্ষার কথা ভেবে এভাবেই নিজেদের সন্তানদের হাটে তুলছেন পিতা-মাতারা।

সূত্র : ডেইলি মেইল।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306726
০১ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
আকবার১ লিখেছেন : এটা এমন কি খবর ?খোদ আমেরিকার Vermont state এবং টেক্সাসের ওয়কোতে লোকেরা একাধিক বিয়ে করছে। পুলিশ পর্যন্ত বাদ যায়নি।
306733
০১ মার্চ ২০১৫ রাত ০৯:৫৮
আবু জান্নাত লিখেছেন : পন্য বলা চলে, আসলে পন্যের মতই এরা মার্কেটে উঠেছে। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে নারীদের প্রকৃত সম্মান দেওয়া হয়েছে। কিন্তু অন্ধদের চোখে তা কোন দিন দেখা যাবে না। তারা তো সমসময় ইসলামের দোষচর্চা নিয়েই ব্যস্ত। অভিজিতের ব্লগ পড়লে বুঝা যায়, তার মত অন্ধ ও গোঁড়া আর মানুষ হতে পারে না।
আল্লাহ তায়ালা সকলকে হেদায়েতের সঠিক রাস্তা প্রদর্শণ করুক। জাযাকাল্লাহ খাইর
০২ মার্চ ২০১৫ রাত ০৯:৪৪
248283
স্বপন২ লিখেছেন : ইসলামই একমাত্র ধর্ম, যেখানে নারীদের প্রকৃত সম্মান দেওয়া হয়েছে।একমত আপনার সাথে।
306790
০২ মার্চ ২০১৫ সকাল ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কৃষ্ণ করলে লিলা খেলা আমরা করলে পাপ!!
312659
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ঐতিহ্য রক্ষার জন্য তারা নিজ কণ্যাকে হাটে নিয়ে আসেন। হয়রে ঐতিহ্য এর ছিরি। আল্লাহ এসব কুসংষ্কার থেকে মানুষকে মুক্ত করুক।
353985
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File