বিয়ের গল্পের টুকিটাকি
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০২:১৮ সকাল
গত পয়লা জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সকলের প্রিয় ব্লগ টুডেতে বিয়ে নিয়ে গল্প লেখা প্রতিযোগিতা হয়ে গেলো। এই প্রতিযোগিতায় অনেক নামিদামি ব্লগার অংশ গ্রহন করেন। আবার অনেক অনেক পরিচিত ব্লগার যারা ব্লগে সচরাচর নানা রকম গল্প লিখে আমাদের উপহার দেন তারা থাকেন অনুপস্হিত ,যা আমি বা আমরা অনেকেই মেনে নিতে পারছিনা।চাইলে আমি এরকম অনেকের নাম লিখে দিতে পারি যারা বিয়ের গল্পে কোন পোষ্ট দেন নি। যারা ইচ্ছে করে এই গল্প লেখা প্রতিযোগিতায় কোন গল্প লিখেন নি তাদেরকে আগামির সব ধরনের প্রতিযোগিতা থেকে বয়কট করা হোক এটা আমাদের দাবি।
এবার আসুন জেনে নেই একমাস দশ দিনের প্রতিযোগিতায় কত জন ব্লগার অংশ নিয়েছেন ,কতটি গল্প পোষ্ট হয়েছে এবং কে কে অংশ নিয়েছেন।
ব্লগার ৫০ জন, গল্প লেখা হয়েছে ৮৮ টি।
এখানে আরো মজার বিষয় হলো, আমরা সকলেই জানি যেকোন প্রতিযোগিতায় প্রতিযোগীকে একবার অংশ গ্রহন করার সুযোগ দেয়া হয়।কিন্তু বিয়ের গল্প লেখা প্রতিযোগিতায় অনেকেই একাধিক গল্প লিখেছেন।
সর্বোচ্চ লিখেছেন ব্লগার এনামুল মামুন১৩০৫,তিনি মোট ১৮ টি বিয়ের গল্প লিখেছেন । এমনকি বিয়ের সিরিজ গল্প লিখেছেন এই সম্মানিত অবিবাহিত ব্লগার । এত পরিশ্রম করেছেন একটি পুরষ্কারের জন্য। তাই কর্তৃপক্ষের কাছে নিবেদন অন্তত একটি শান্তনা পুরষ্কার দিয়ে হলেও তার এই পরিশ্রমের স্বীকৃতি দিবেন। আর ৫ টি বিয়ের গল্প লিখে বেশি বিয়ের গল্প লেখায় দ্বিতীয় হয়েছেন আরেক অবিবাহিত ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন । তিনি আবার মানুষের গল্প পড়ে অন্যরকম কল্পনায় চলে যান । তাই তাকে সাবধান করে দিচ্ছি যাতে করে বিয়ের পর বউকে নিয়ে যেন সুরমা বা কুশিয়ারা নদিতে নৌকা সফর না করেন।
৪ টি করে গল্প লিখেছেন, ব্লগার সালাহ ও সিটিজি৪বিডি।
৩ টি করে গল্প লিখেছেন, ব্লগার প্যারিস থেকে আমি,ব্লগার আলোর আভা ও ব্লগার ভিশু ।
২ টি করে গল্প লিখেছেন, ব্লগার সিকদারর,বাংলার দামাল সন্তান,FM97,মিশেল ওবামা বলছি ও নিমু মাহবুব ।
আর সর্বনিম্ম ১ টি করে বিয়ের গল্প লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ব্লগার
রাইয়ান, মুহসিন আব্দুল্লাহ , শিকারিমন , আবরার আদিব , মো:জুলফিকার আলী , নীল অপরাজিতা , আবু তাহের মিয়াজী, বিডি রকার ,জেরী , এলিট , নতুন মস , egypt12 , ইশতিয়াক আহমেদ , হুদাই প্যাচাল বাক্স , আধা শিক্ষিত মানুষ , আবু আশফাক , সাজজাদ রিয়েল , কথার_খই , সকাল সন্ধ্যা , ডক্টর সালেহ মতীন , আলোর কাছে বাঁধা আমি , আব্দুল গাফফার , মোহাম্মাদ নেছার উদ্দিন , সজল আহমেদ , সুমন আখন্দ , ডব্লিওজামান , রাঙ্গামাটির জামাই , নবীণ ধুমকেতু , বিন হারুন , বিশ্বাসী হৃদয় , পথ হারা পথিক , রেহনুমা বিনত আনিস , আফরা , সুমাইয়া হাবীবা , আওণ রাহ'বার , আযাদ আলাউদ্দিন , মোঃ ওহিদুল ইসলাম ও অন্য চোখে।
যিনি ১৮ টি গল্প লিখে মাথার ঘাম কিবোর্ডে ফেলেছেন তাকে কিছু আইসক্রিম দেয়া হলো। নিন অনেক কষ্ট করেছেন একটা পুরস্কারের জন্য তাই আইসক্রিম খেয়ে ক্লান্তি দুর করেন।
যিনি ৫ টি গল্প লিখেছেন তার জন্যও থাকলো একটা আইসক্রিম।বেচারাও অনেক কষ্ট করেছেন। নিন আপনারটা খেয়ে আপনিও ক্লান্তি দুর করুন।
যারা ৪ টি করে গল্প লিখেছেন, তাদের জন্য
৩ টি করে গল্প যারা লিখেছেন, তাদের জন্য
২ টি করে যারা লিখেছেন, তাদের জন্য
এবং যারা ১ টি গল্প লিখেছেন তাদের সকলের জন্য
যারা গল্প লিখছেন, যারা গল্প পড়েছেন, যারা মন্তব্য দিয়ে লেখকদের উৎসাহ দিয়েছেন তাদের সকলের জন্য একটা করে রজনীগন্ধা।
উপরের সাদা গোলাপ ফুল মডু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য।
সব শেষে তাদের জন্য যারা গল্পকার হয়েও এই প্রতিযোগিতায় কোন গল্প লেখেন নি।
(স্যরি মজা করলাম)
বিষয়: বিবিধ
৫৮২০ বার পঠিত, ১৬৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো লেখাটা। সবার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।
বিশ্লেষণধর্মী পরিসংখ্যান মূলক পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
হাউ ডু ইউ নো??!! হাহাহ
গল্পের প্লট তৈরিতে ব্যাস্ত আছি
তা.....ইয়ে.....না.....মানে বলছিলাম কি একটা রজনীগন্ধার স্টিক কি দেয়া যাবে?
আর পোস্টের জন্য ধন্যবাদ
....। আর ৫ টি বিয়ের গল্প লিখে বেশি বিয়ের গল্প লেখায় দ্বিতীয় হয়েছেন আরেক অবিবাহিত ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন । তিনি আবার মানুষের গল্প পড়ে অন্যরকম কল্পনায় চলে যান । তাই তাকে সাবধান করে দিচ্ছি যাতে করে বিয়ের পর বউকে নিয়ে যেন সুরমা বা কুশিয়ারা নদিতে নৌকা সফর না করেন। ''
০ বিয়ে না করেও যে হারে বিয়ের গল্প লিখেছে এই দুই অবিবাহিত ব্লগারদ্বয় তাতে বোঝা যায় বিয়ে নিয়ে কি রকম স্বপ্নই না মনে লালন করছে তারা !
কল্পনা যখন বাস্তবে এসে ধরা দিবে তখন আগের এই গল্পগুলো গিলতে কষ্ট হবে ।
ছেলেরা গল্প লিখে বিয়ের আগে , মেয়েরা লিখে বিয়ের পরে ।
বিয়ের সময় মেয়েরা কাঁদে , ছেলেরা কাঁদে বিয়ের পরে ।
চুক চুক
http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/1980/ohidul/36339#.Uvs4R_suLDc" target="_blank" target="_blank" rel="nofollow">http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/1980/ohidul/36339#.Uvs4R_suLDc
۞۞ অনলাইনে পাত্র-পাত্রী দেখা--তারপর বিয়ে--۞۞
বিয়ের গল্পঃ ۞۞ আপার বিয়ে
বউয়ের মুখ দেখে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে বাবুল ভাই বলেছিল, "এইটা আমার বউ না। ওরা অন্য মেয়ে দিয়েছে।"
বিয়েতে কন্যারা আগে যেমন হাউমাউ করে কাঁদত এখন মেকআপ নষ্ট হবে বলে কেউ কাঁদেনা
প্রথমটিতে নিজের বিয়ের কাহিনী দ্বিতীয়তে আপার বিয়ে..তৃতীয়টিতে এক ভাতিজীর বিয়ের কাহিনী চতুর্থটিটি বিভিন্ন বিয়ে খাওযা নিয়ে লিখেছি। আগামী পর্বে নতুন কিছু নিয়ে প্রতিয়োগীতা শুরু হলে অবশ্যই অংশগ্রহন করবো।
তবে আমার সান্তনা পুরুস্কারের চাইতে একটা সনদ পাইলে অনেক খুশি হব- ধন্যবাদ-
আর হ্যা- আপনাকে কি দেয়া যায় বলুনত-
আমাকেত আইসক্রিম দিলেন, আর আপনার জন্য ধইন্যাপাত দিলাম- নেন খান
অপেক্ষায় থাকুন....
হাতুড়িকে ভয় পাইনা- যদি গায়ে-মাথায় না লাগে
আর যাদের জন্য মিষ্টি তাঁরা আমাকে না দিয়ে খেতে পারবেন না জানি-
তাই আগেই কয়েকটা খেয়ে নিলাম!!
তথ্যের জন্য ধন্যবাদ
দুইযুগের বেশী সময় ধরে এমন শব্দমালার সাথে বসবাস
দারুণ মজা পেলাম
] ?
যাই হোক যারা লিখেছেন তাদের ধন্যবাদ। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব মন্তব্য কারীদের উনাদের মন্তব্য ও উৎসাহের কারনেই আমরা ব্লগারা লেখালেখি করার সাহস পাই। সেই সাথে মডুদেরও ধন্যবাদ।
আর এমন একটি পোষ্টের জন্য আপনাকে..
আপনার জন্য....।
যেহেতু আমি কোন গল্প লিখতে পারি না এবং কোন পরিচিত ব্লগারও নই তাই আপনার হাতুড়ির আঘাত আমার গায়ে না পড়লেও অন্তত তরুতাজা ডিম ভাজার চিটেফুটা তো আমার মূখে আসতে পারে সেই আশায় হা করে থাকিয়ে আছি।
আমার গল্প লেখা মাথায় আসে না। দুঃখিত।
হাতুরি দিয়ে ডিম ভেঙ্গে ঝাল পোস করে পাঠিয়ে দেন খেয়ে দেখি কেমন লাগে।
ওহ: আপনি কি বিয়ের গল্পে এটেন্ড করেছিলেন???
তাহলে এই বাক্য গুলোর কি হবে
খান বেশি করে খান
আর বেশি করে লিখে যান।
অনেক লড়াইকরে একখান লিখার কারনে আজ আমার কপালে রজনী গন্দা।
আর আপনি এত কস্টকরে লিখার জন্য
আর হাতুরির বাডীও খাইতে পারেন-
চুক চুক= =
আমার নাম কইইইইইইইইই
আমি তো জানতাম না। কেও বলে দেই নাই ক্যান
খুউব কষ্ট করে পোষ্টটি করেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মডুর তরফ থেকে একটা এক্সট্রা ধন্যবাদ আমিই দিয়া দিলাম।[দুষ্টুমির ইমো (কাল্পনিক)।] কারন মডু এত বড় মহান কাজের জন্য স্টিকি করছে পোষ্টরে তাই সে ধন্যবাদ না দিলেও হয়।
পিল্লাচ অন্নেক পিল্লাচ । +++
সবাই অনেক কষ্ট করেছেন, আমাদের অনেক অনেক আনন্দ দিয়েছেন, তাই তাদের সবার জন্যে অনেকগুলি ভাংতি পয়সা।
অ্যঁ অ্যাঁ!!!
আমি বিরিয়ানি খাঁব...
ধন্যবাদ আপনাকে।
এই কথা ঠিক হল না। যার ইচ্ছা হয় লিখবে যার ইচ্ছা হয় না লিখবে না। এতে আগামিতে বয়কটের কি আছে?
সামনে পেলে আপনার সাথে এ নিয়ে আমি ঝগড়া বাধিয়ে ফেলতাম।
যারা লিখেছেন তাদেরকে ধন্যবাদ।
সব চেয়ে বেশি বিয়ের গল্প লিখেছেন অবিবাহিত ব্লগার এনামুল মামুন১৩০৫ আর বিবাহিতরা এতে পিছিয়ে আছেন, তার মানে বিয়ে করার আগে যত সহজ মনে হয় আসলে বিয়ের পরেই বুঝা যায় যে বিয়ে করে ঘর সংসার করা একেবারেই সহজ বিষয় নয়।
ধন্যবাদ সবাইকে।
আসলে কি জানেন চা আর পেস্তা বাদাম ২টাই আমার অনেক্কক্কক্ক পছন্দ
আল্লাহ বাচাইছে ১টা গল্পই লিখছিলুম।
আপু এইটা বিবাহের গলললপপপ.
তবে বিয়ের গল্পে নিজের কিছু সত্য কাহিনী তুলে ধরেছি, যেটা হয়তো আপনি পড়েন নি। তবে সেটা ওপেন করেছেন এবং এই লেখার লিংক দিয়েছেন। যার মাধ্যমে আমি এখানে এসে এই ছোট্ট মন্তব্য করতে প্রয়াসী হয়েছি।
আপনার পড়ার চোখে বিয়ের গ্লপের কোন লেখাটি বেশ ভাল লেখেছে জানাবেন আশা রাখছি-
”এরেই কয় তেলে মাথায় তেল দেওয়া” বিয়াইত্যাদের নিয়ে ভাবার জন্য মা,বাবাতো আছোই সেই সাথে আছে: শশুর,শ্বাশুরী আত্বীয় স্বজন, স্ত্রি-সন্তান সনন্ততী।
আর আমদের? আমাদের ? জানিনা আর কইতাম না..........
কষ্ট পেলাম-এমন অন্যায় দেখে।
ইসলামী মাইন্ডেড মানুষরা যখন বেইনসাফি করে খুব খারাপ লাগে।
মন্তব্য করতে লগইন করুন