বিয়ের গল্প প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১ম,২য় ও ৩য় হয়েছেন যারা
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ২৬ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৩:১৫ সকাল
স্যরি, আমি এখানে প্রতিযোগিতার পুরস্কার ঘোষনা করছিনা।আর সেটা করার আমিই বা কে ? সেটা করবে কর্তৃপক্ষরা।আপনারা আবার অযথা টেনশনে পড়বেন না। আমি এখানে বিয়ের গল্প প্রতিযোগিতার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরছি।
প্রথমত,এখন পর্যন্ত প্রতিযোগিতায় ৬৫ টি গল্প পোষ্ট করা হয়েছে।একই বিষয়ে এখন পর্যন্ত ১৫ টি গল্প দিয়ে সর্বোচ্চ গল্প লেখায় প্রথম হয়েছেন ব্লগার এনামুল মামুন ১৩০৫। আর ৫ টি গল্প লিখে ২য় স্হান অধিকার করেছেন অবিবাহিত ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীন এবং ৩ য় স্হান অধিকার করেছেন যথাক্রমে সম্মানিত ব্লগার ভিশু(তিনিও সম্ভবত অবিবাহিত) ও সিটিজি৪বিডি তারা লিখেছেন ৪ টি করে গল্প। যারা ১ম,২য় ও ৩য় হলেন তাদের জন্য পিজা,নেন খেয়ে ফেলুন।
দ্বিতীয়ত,এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পুরুষ ব্লগার অংশ গ্রহন করেছেন ২৫ জন আর মহিলা ব্লগার অংশ নিয়েছেন ৭ জন এবং যারা পুরুষ না মহিলা আমি বুঝতে পারছিনা অর্থাৎ স্বতন্ত্র বলা যায়,তারা অংশ নিয়েছেন ৩ জন।
তৃতীয়ত, নিচের অনুসন্ধানি রিপোর্টে দেখে নিন কোন কোন সম্মানিত ব্লগার এই বিয়ের গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং কে কতটি লিখেছেন।
পুরুষ:
প্রবাসী আব্দুল্লাহ শাহীন- ৫
সজল আহমেদ - ১
সুমন আখন্দ- ১
এনামুল মামুন ১৩০৫- ১৫ (তিনি আবার সিরিজ লিখেছেন)
এফ এম ৯৭- ২
ডব্লিওজামান- ১
রাঙ্গামাটির জামাই- ১
ভিশু- ৪
বিন হারুন- ১
পথ হারা পথিক- ১
আযাদ আলাউদ্দিন- ১
বাংলার দামাল সন্তান- ২
মো:জুলফিকার আলী- ১
আবরার আদিব- ১
সালাহ- ২
সিটিজি৪বিডি- ৪
প্যারিস থেকে আমি- ১
মুহসিন আব্দুল্লাহ- ১
আবু আশফাক- ১
সিকদারর- ২
নবীণ ধুমকেতু- ১
সাজ্জাদ রিয়েল- ১
কথার_খই- ১
সকাল সন্ধ্যা- ১
আওণ রাহ'বার- ১
মহিলা:
মিশেল ওবামা বলছি- ২
রেহনুমা বিনতে আনিস- ১
আফরা- ১
সুমাইয়া হাবিবা- ১
শারমিন হক- ১
রাইয়ান- ১
আলোর আভা- ৩
পুরুষ না মহিলা জানিনা:
বিশ্বাসী হৃদয়- ১
শিকারিমন- ১
আলোর কাছে বাঁধা আমি- ১
যারা মাত্র ২/১ টা লিখেছেন তাদের জন্য থাকলো সামান্য কলা,নিন খেয়ে আরো বেশি করে লিখুন।
আর হে, বিয়ের গল্পে প্রথম কবুল বলেছেন অর্থাৎ পয়লা গল্প লিখেছেন ব্লগার সকাল সন্ধ্যা।
সব শেষে গল্প লেখক,পাঠক ও মন্তব্যদাতাদের জন্য থাকলো শুভেচ্ছা,মডুদেরও শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা আয়োজনের জন্য।
বিষয়: বিবিধ
২৯৭৪ বার পঠিত, ৮৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খিয়াল কইরেন কিন্তু-
চুক চুক
পুরুষ না মহিলা জানিনা:
আলোর কাছে বাঁধা আমি- ১ = উভয় লিঙ্গ
পোস্টটাও অন্নেক মিষ্টি-মিষ্টি...
আমার কাছে কিছুই জমা নেই,আর কেউ লিখতে বললে একদম পারিনা। লেখার ব্যপারে আমার মধ্যে চরম খেয়ালিপনা কাজ করে। তাই, আপাতত: ক্ষমা চাইছি।
কিন্তু সমস্যা তো অন্যটা , না পুরুষ না মহিলা!!!!!! কোথায় যে আছি।
ধন্যবাদ আপনাকে।
এবার বিচারপতির বিচার হবে?
একজন প্রবাসীর বিয়ে:Rose ওর প্রথম কথাটি ছিলো"আল্লাহর রহমতে ভালো আছি"।
ওটা পড়েছি
আপনার প্রতি পরামর্শ হলো আপনি এডিটে গিয়ে গল্পটা বিষয় নির্ধারন করুন বিয়ের গল্প।
ভালো লাগলো, চমক দেওয়ার জন্য ধন্যবাদ.
তারপরো ঠিক করার জন্য ধন্যবাদ
সুর্যের পাশে হারিকেন = এটা কোন নাম হলো নাকি তাই তারা দুজন উভয় লিঙ্গ।
তবে ফরেনসিক রিপোর্টটি খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ। ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন