আরো সংঘর্ষ হবে????????????

লিখেছেন লিখেছেন বাধনহারা ০৪ মার্চ, ২০১৩, ০৯:০৩:০৮ রাত

একজন রাজনৈতিক নেতা কে দেশের একটি আদালত ফাসীর রায় দিল। তা নিয়ে শুরু হল তান্ডব। মারা গেল প্রায় ৯০-১২০ জন কোন কোন সুত্র আরো বেশি দাবী করছে।। এর মাঝে রয়েছে অনেক সাধারন মানুষ। তিন দিন ক্লাশ হচ্ছেনা সেশন জটের আশঙ্কা আমাদের মত সাধারন শিক্ষার্থীদের মাঝে। মনে হচ্ছে এ সঙ্ঘর্ষ অচিরেই থেমে যাবে কিন্তু আসলেই কি থামবে?? আমার তা মনে হচ্ছেনা!! কারন যেদিন সুপ্রিম কোর্ট আপীল খারিজ করবে যেদিন ফাসী কার্যকর করা হবে সেদিন এদশে মনে হয় নরক বয়ে যাবে।। কিন্তু আমরা কি এইজন্য যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম?? একজন মানুষ কে বিচার করতে গিয়ে ঝড়ে গেল শতটি প্রান!!!!!!!!!!!!!! সবার বোঝা উচিত এভাবে সংঘর্ষ করে কার লাভ হচ্ছে????

বিষয়: রাজনীতি

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File