নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গিঃ বাংলাদেশে ইসলামী আন্দোলন

লিখেছেন লিখেছেন বাধনহারা ০৮ জুন, ২০১৩, ১১:০৫:১১ রাত

ইসলামী আন্দোলনের জন্য একটি বিরাট পিছুটান হল নারীদের এই আন্দোলনের সাথে পর্যাপ্ত পরিমানে সংযুক্ত করতে না পারা।

কি জন্য এটি হয়েছে পুরাপুরি ব্যাক্ষা আরেকদিন দেব...

তবে আসল কারন হল ...

উপমহাদেশের কুসংস্কার ব্যাধি আমাদের মাঝে প্রবল।

হেফাজতে ইসলামের সমাবেশে যখন নারীদের যোগদান নিয়ে কথা উঠলো, তখন আল্লামা শফি বললেন, আপনারা আমাদের জন্যঘরে বসে দোয়া করেন, আন্দোলনে যাবার দরকার নেই।

একটি জনগোষ্ঠীর অর্ধেক অংশ ঘরে বসে থাকলে কোন বিপ্লব কি সফল হতে পারে আল্লামা শফির কাছে আমার প্রশ্ন রইল(যদিও জানি আমার প্রশ্নের জবাব তিনি দিবেন না।)

মিশরে আমরা যখন দেখলাম নারী পুরুষ সবাই ইসলামী নিয়ম মেনে বিক্ষোভ প্রদর্শন করে একটি আন্দোলন কে সফল করলো , ইরানে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেছে নারী , তখন আমাদের মনে হয় নারী সম্মন্ধে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুজোগ এসেছে।

নারী কে ঘরের কাজেই শুধু না থাকতে দিয়ে ইসলামের বিধান মেনে যাবতীয় সকল কাজ কর্ম করতে দিলে সে ফল শুধু ব্যাক্তির ঘরেই যাবেনা, বরং তারা হতে পারে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় সম্পদ।

আলহামদুলিল্লাহ আমাদের দেশে নারী সম্বন্ধে চিন্তাধারায় অনেক পরিবর্তন এসেছে আমাদের বোনেরা এখন ইসলামী নিয়ম মেনে সাংবাদিকতা করছেন ইসলামী নিয়ম মেনে শক্ষকতা করছেন, ইসলামী নিয়ম মেনে ব্যাঙ্কিং সেক্টরে অনেক গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করছেন। এসব আমাদের ইসলামী আন্দোলের ই ফসল, তবে এটা যথেষ্ঠ নয় এখনও আমাদের বোনেরা দূরে পড়াশুনা করতে চাইলে অনেক প্রশ্নের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

তবে আশার দিক এক্টাই আমাদের সমাজে এখনও এমন একটি গোষ্ঠী আছে যারা ইসলামের পূর্নাংগ চেতনাকে ধারন করে সামনে এগিয়ে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File