ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে একসময়ে খুব গর্ব করতাম!!! এখন ঘৃনা লাগে!!!

লিখেছেন লিখেছেন বাধনহারা ০৩ জুন, ২০১৩, ১১:২১:৩২ রাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে একসময়ে খুব গর্ব করতাম!!!

কেউ যদি উলটা পালটা বলতো তাহলে তাকে প্রতিহত করতাম নানান যুক্তি দিয়ে!

যে মানুষগুলোকে সাধারন মানুষের বাজে মন্তব্য থেকে পালটা যুক্তি দিয়ে রক্ষা করতাম,

তারাই যখন আজ যুক্তি, বাস্তবতা, মানুষের আশা-আকাংখা বিবর্জিত কর্মকান্ড করে যাচ্ছে তখন তাদের প্রতি সেই সম্মান শ্রদ্ধা আর ভালবাসা আর থাকেনা বরং ক্রমে ক্রমে তা বিলীন হয়ে শেষ সীমায় নেমে যাচ্ছে।

আজ "প্রথম আলো"(নাস্তিকদের পত্রিকা) তে দেখলাম আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মানবাধিকার নিয়ে একটি কলাম লিখেছেন।

উনি ওনার প্রবন্ধে সংখ্যালঘুদের ওপর তথাকথিত হামলা নিয়ে জামাত শিবিরের উপর দায় চাপিয়েছেন বিশেষ করে সাঈদীর রায় দেবার পরে নাকি জামাত বি এন পির নেতা কর্মীরা সংখ্যালঘুদের উপর নির্মম হামলা চালিয়েছিল!

কিন্তু বিতর্কিত সেই রায়ের পরে জনতার বিক্ষোভে পুলিশ গুলি চালিয়ে যে দেড় শতাধিক লোক মেরে ফেললো তার কাছে তা মানবাধিকার লঙ্ঘন না!

হেফাজতের সমাবেশে রাতের আধারে বাতি নিভিয়ে যে হামলা হল সহস্রাধিক নিরীহ আলেমকে যে খুন করা হল তার কাছে তা মানবাধিকার লঙ্ঘন না!

নাকি সেটা দেখার সময় তিনি অন্ধ হয়েছিলেন?

তিনি কি দেখেননি, "বাংলাদেশ পাগলা লীগ" এর কতিপ পাগল মন্দির ভাংতে গিয়ে ধরা খেয়ে গন্ধোলাই খেয়েছিলেন!

নাকি তার দলের সবাই পাগল বলে সব অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে?

নাকি তিনি রুপিতে মোটা অঙ্কের বেতন পান??

যেসব শিক্ষকদেরকে এত ভালবাসতাম এত পছন্দ করতাম তাদের এমন নির্লজ্জ মিথ্যাচার দেকে আমি যারপর লজ্জিত?

আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালবাসিনা!

আর সেই শিক্ষকদের পছন্দ করিনা!

বিষয়: রাজনীতি

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File