চেতনায় সার্ফ এক্সেল দিতে হবে।
লিখেছেন লিখেছেন বাধনহারা ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:১৯:১৫ বিকাল
কাদের সিদ্দীকি যদি রাজাকার হয় এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান যদি মহানবী (সঃ) কে কুটুক্তির অপরাধে গ্রেফতার হয় তাহলে মখা আলমগীর ৭১ সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ !
-ইসলামের পক্ষে কথা বলার কারনে স্বাধীনতার ৪২ বছর পর আল্লামা শাহ আহমদ শফি যদি রাজাকার উপাধি পান , তাহলে মুরগী কবির ও প্রধানমন্ত্রীর বেয়াই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অন্যতম সংগঠক ছিলেন ।
-পর্দানশীল-হিজাবি বোনদের যদি নাশকতার পরিকল্পনার জন্য গ্রেফতার করা হয় , তাহলে ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা সবাই পরহেজগার ও উত্তম চরিত্রের অধিকারী !
-জীবনের একবারের জন্যও ইসলামের পক্ষে কথা না বলা , ধর্মীয় অনুশাসনের ধারে-কাছে না থাকা ব্যারিস্টার তানিয়া আমির- হানিফ ও আইনমন্ত্রী কামরুল যদি কুরান-হাদীসের অপব্যাখ্যা দিয়ে আলেমদের ভুল ধরে, তাহলে বাংলাদেশের বড় বড় আলেমগনের উচিত এই সমস্ত ধর্মীয় বিশারদগণের মাদ্রাসায় ভর্তি হওয়া !
-ছাত্রলীগ যদি বাংলাদেশের সম্পদ হয় , তাহলে বাংলাদেশের বাকি ছাত্র সমাজ সবাই বাংলাদেশের কলংক !
-কেউ রাষ্ট্রীয় কোন অন্যায় বা কোন খারাপ কাজে কখনো যুক্ত না থেকেও যদি হক কথার কারনে রাজাকার উপাধি লাভ করে , তাহলে আমার প্রশ্ন চোর-ডাকাত-ধর্ষক-দুর্নীতিবাজরা কেন দেশপ্রেমিক হবে না ?
কালেক্টেড
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন