একট বিরোধী দলের গল্প
লিখেছেন লিখেছেন কথামালা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৩:৪৩ রাত
দলটি দাবি করে তারা দেশের সবচে বড় রাজনৈতিক দল। দলটির নেত্রী দাবি করেন তিনি আপোষহীন।দলটি মনে করে তারা গণতন্ত্রের ধারক বাহক এবং রক্ষক। কিন্তু প্রশ্ন হচ্ছে-
*বেগম জিয়া নিজের বাড়ি থেকে উচ্ছেদ হলে হরতাল দেন।এই উচ্ছেদকে আমি সমর্থন করি না।কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারী হলো।একটা হরতালও কী করেছেন?
*তারেক রহমান বা আরাফাত রহমানের বিরুদ্ধে মামলা হলে দেশব্যাপী কর্মসূচী দেয়া হয়।আমি জানি না তারা দোষী না নির্দোষ।তবে হলমার্ক কেলেঙ্কারি নিয়ে কয়টা বিক্ষোভ করেছেন?
*আগামীতে সুষ্ঠু নির্বাচনের প্রশ্মে আন্দোলনের চেয়ে বিদেশী সমর্থনই বেশি জরুরী মনে করেন।একবার ভারত সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে দেশের স্বার্থে কথা বলা বন্ধ করেন।
*পদ্নাসেতু দুর্নীতির ব্যাপারে ভারতীয় দুর্নীতিবিরোধী আন্দোলনের মত আন্দোলন গড়তে পেরেছেন কী?
*জনতার সমাবেশে নির্বিচারে পুলিশের গুলির বিরুদ্ধে দলটি কার্যকর প্রতিবাদ করতে পেরেছে কী?
সরকারের দমননীতির সাথে প্রধান বিরোধীদলের এই নিষ্ক্রিয়তায় মানুষ কোথায় যাবে ?আপনারা কী ভাবছেন?তত্ত্বাবধায়ক ব্যবস্থা কী আদৌ পুনর্বহাল হবে?
বিষয়: রাজনীতি
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন