কাঁদছে মানুষ,কাঁদছে মানবতা

লিখেছেন লিখেছেন কথামালা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩৪:৩৬ রাত

টেলিভিশনে খবর দেখছিলাম আর আঁতকে উঠছিলাম।একি বাংলাদেশ নাকি ফিলিস্তিন?রাজপথে নির্বিচারে নারীসহ পুলিশের হাতে নিহত হচ্ছে মানুষ।আহত হয়েছে অগণিত সংখ্যক মানুষ।তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কি পরাধীনতায় পর্যবসিত হতে চলেছে।

রাজপথে রাষ্ট্রযন্ত্রের এ নির্মমতা সাধারণ মানুষের বিবেককে নাড়া দিতে বাধ্য।জনতার মতামত প্রকাশে প্লাটফর্ম লাগে।সব মানুষ এই প্লাটফর্ম কোথায় পাবে ?আমরা তাকিয়েছিলাম স্বঘোষিত সুশীল(?) সমাজের দিকে।আমরা আশা নিয়ে তাকিয়েছিলাম মানবাধিকার(?) সংগঠনগুলোর দিকে।তাকিয়ে ছিলাম টিভি চ্যানেলগুলোর দিকে। কিন্ত হৃদয় ভরা ব্যথা আর ক্ষোভ নিয়ে দেখলাম, তারা নির্যাতিতের পক্ষে না দাঁড়িয়ে অত্যাচারীর পক্ষে সাফাই গাইছে।

মিজানুর রহমান,সুলতানা কামাল,বদিউল আলম মজুমদার আপনারা কোথায়?আপনাদের মানবিক বোধ কি ঘুমিয়ে পড়েছে।দেশের আকাশে,বাতাসে আজ ক্রন্দন,মানবতা আজ গুমড়ে কাঁদছে। যাদের শোনার কথা তারা কি মানবতার কান্না শুনছেন? যদি না শুনে থাকেন তবে তারাই সবচে বড় বধির।

বিষয়: রাজনীতি

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File