ভারতীয় ভিসার ডেট কনফার্ম করুন আমাদের মাধ্যমে

লিখেছেন লিখেছেন জিনিয়াস ৩০ আগস্ট, ২০১৪, ০২:৩৭:২০ দুপুর

অনেকেই বিভিন্ন প্রয়োজনে ভারতে যেতে চান। কিন্তু এক্ষেত্রে বাধা হচ্ছে এপযেন্টমেন্ট ডেট যোগাড় করা। কারণ এই ডেট দেওয়া হয় অনলাইনের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করা ছাড়া ডেট কনফার্ম করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। ঠিক কখন কাজ করলে ডেট পাওয়া যাবে তাও সকলে জানেন না। এছাড়া অনেকে ব্যস্ততার কারণে ডেট ধরার পেছনে সময় দিতে পারেন না। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আপনার কাজটি আমাদের কর্মঠ একটি টিম করে দেবে। এতে লুকোছাপা কিছু নেই। আমরা কোন অবৈধ কাজও করছি না। কঠিন পরিশ্রম আর অধ্যবসায় এর বিনিময়ে আপনার কাজটি করে দেব। যারা এ বিষয়ে আগ্রহী অনুগ্রহ করে তারা এই পেজের ইনবেক্সে যোগাযোগ করবেন। আপনাকে সেবা দিতে আমরা প্রস্তুত।

আমরা আপাতত শুধুমাত্র ডেট কনফার্ম করার কাজটিই করছি। ভবিষ্যতে ভিসা প্রসেসিংএর এ টু জেড পর্যন্ত কমপ্লিট করার পরিকল্পনা আমাদের আছে।

ডেট কনফার্ম করতে আপনাকে সরবরাহ করতে হবে আপনার ওয়েব ফাইল নাম্বার, জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর।

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259637
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪১
কাহাফ লিখেছেন : ভিসা সংগ্রহের বিষয়েও সহযোগিতা কত দিন নাগাদ...........।? অনেক ধন্যবাদ ।
৩০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
203474
জিনিয়াস লিখেছেন : দয়া করে পোস্টটা ভাল করে একবার পড়ুন। যারা শ্রম ও সময় দিতে ব্যর্থ তাদেরটা আমরা করে দিচ্ছি মাত্র। এতে সমস্যা থাকার কথা নয়। আপনার প্রশ্নটা অনেকটাই কটু বাক্যের মত হয়ে গেছে। মনে রাখবেন, কটু কথায় অন্যের ক্ষতি হয় না, নিজেরই চরিত্রের অধপতন হয়।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
206906
কাহাফ লিখেছেন : প্রকৃতই বিষয় টা জানতে চেয়েছি আমি।কটু বাক্যের মত শুনালে আমি স্যরি বলছি.....
259725
৩০ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
সঠিক ইসলাম লিখেছেন : একটি ডেট এর জন্য কত টাকা করে রাখেন এবং কতদিনের মধ্যে দিতে পারেন ডেট ?
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:০৩
203558
জিনিয়াস লিখেছেন : এটি গ্যারান্টি দিয়ে বলা যায় না ঠিক কয় দিনের মধ্যে কনফার্ম করা যাবে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এবং আশা করা যায় ৫ দিনের মধ্যে কমপ্লিট করতে পারবো। প্রতিটি ডেট এর জন্য আমরা ৮০০ টাকা নিয়ে থাকি। ধন্যবাদ। দরকার হলে যোগাযোগ করবেন। ফোন:০১৯৫৫৫৯৪০৪০
263287
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। সবার সহযোগীতায় এগিয়ে আসার এ উদ্যোগকে স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File