বোকা কবি আর চাঁদ
লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ২১ মার্চ, ২০১৩, ০৯:০১:২৬ রাত
জীবনের উপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড় ,
প্রভাতে প্রথম জোড়া শালিক দেথা হয়নি কখনও !
মেঘের চোখ দিয়ে কত কেঁদে গেছে অম্বর ,
আকাশের মত করে কাঁদা হয়নি কখনও !
ফুটবে বলে কত কলি ঝরে গেছে অকালে ,
ওদের নিয়ে কখনও লেখা হয়নি কবিতা !
বাঁচতে চেয়ে কতবার চাঁদ মরে গেছে সকালে ,
চাঁদের ক্ষোভে কখনও উত্তাপ ছড়ায় নি সবিতা !
শুধু বোকা কবি ,
চন্দ্র আর রবি ,
দেখে যায় আকাশে আহা কি সুন্দর !
কবি না জানে ,
এই ব্যবধানে ,
কেঁদে চলে চন্দ্র আকাশে নিরন্তর !
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন