আফসোস মুসলমান
লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ১৯ মার্চ, ২০১৩, ০৩:৪৮:০২ দুপুর
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কলকাতার রাজনৈতিক দল বিজেপি-র ঢাকামুখী লংমার্চের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই । এমনটাই তো হওয়া উচিত্ । স্বজাতির দুর্দিনে স্বজাতিই তো প্রতিবাদমূলক পদক্ষেপগ্রহণ করবে, তা যত দূর দূরান্তই হোক না কেন । আর ওদিকে যুগ যুগ ধরে চীনে সংখ্যালঘিষ্ঠ মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মসজিদে আযান দিতে পারছে না, মসজিদে জামায়াতের সাথে নামায পড়তে পারছে না, সরকারের মদদে পুলিশ মুসলমানদের ঘরে ঘরে গিয়ে নির্যাতন করছে, মারছে, আগুন দিচ্ছে, একজন মুসলমান তার হৃদয়ের পরিচয়, ঈমানি পরিচয়, ভালবাসার পরিচয় "আমি মুসলমান" এটা পর্যন্ত দিতে ভয় পাচ্ছে । আর ইসলামি দেশগুলো নিজেদের কূটনৈতিক সম্পর্কের অবনতির ভয়ে মুখে আঙুল চুষছে ! এমনটাই তো হবে । খুব বুঝতে পারি আমার চারপাশের নামধারী মুসলমানদের দেখে, যাদের কাছে বাঙালি পরিচয় আগে, মুসলমান পরিচয় পরে ! এরাই তো সারা বিশ্বের মুসলমানদের প্রতীকৃতি ।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন