আবার তোরা মানুষ হ
লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ২৫ এপ্রিল, ২০১৩, ০২:৫৭:৩৮ দুপুর
হে প্রগতিশীলরা তোমরা আজ কোথায় ? তোমরা চুপ কেন ?
কিছুদিন আগেও যে সুন্দরবনকে নব্য সপ্তাশ্চর্য করতে ব্যাপক প্রচারণা চালাল সরকার , মুখরিত হয়ে উঠল দৈনিকগুলোর প্রথম পাতা , সুশীলদের কলম সচেতনতা - আজ তারা কোথায় ? বাংলাদেশের সুন্দরবনকে চিরকালের জন্য ধ্বংস করতে ইন্ডিয়ার নিষিদ্ধ, বিতর্কিত প্রতিষ্ঠানের সাথে কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের চুক্তি করেছে সরকার । চুক্তি বাস্তবায়ন করতে শত একর জমি অধিগ্রহণ করে ৮০০০ দরিদ্র অসহায় মানুষকে ছাড়তে হবে ভিটা , হয়ত তাদের মধ্যে ৫০০ জনের চাকুরি হবে উক্ত প্রকল্পে তাও বিপুল ঘুষ দিয়ে , বাকিরা মরবে হাভাতে । কাটা পড়বে সুন্দরবনের কতশত নামধারী গাছ । শুধু তাইই না , ইণ্ডাস্ট্রির বর্জ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বনের বেঁচে যাওয়া বাকি অংশ , বিপন্ন হবে সকল জীবের প্রাণ । পরিবেশবাদীদের আশংকা এতে করে একসময় হারিয়ে যাবে সুন্দরবন নামের এই সুন্দর নাম । বাঘমামার গল্প হয়ে যাবে প্রাগৈতিহাসিক ইতিহাস । হয়ত বুড়ো দাদুভাই ঘুম পাড়ানোর ছলে গল্প করবে তার নাতির কাছে -
"জানো দাদুভাই এই দেশে একদিন রয়েল বেঙ্গল টাইগার নামে এক প্রাণি ছিল । সে বনের হরিণ শিকার করত ।"
নাতি তখন অবাক হয়ে প্রশ্ন করবে -
"দাদুভাই বাঘ হরিণ পেত কোথায় ? বাংলাদেশে কি হরিণ ছিল ?"
হয়ত মাধ্যমিক সামাজ বইয়ে ভূগোল অধ্যায় থেকে "সুন্দরবনে"র জায়গা হবে "বাংলাদেশের ইতিহাস" অধ্যায়ে । ক্রিকেট ম্যাচে বাংলাদেশের লোগো থেকে হারিয়ে যাবে বাঘের মুখ , হয়ত ক্রেজি কোন দর্শক আর ব্যানার দেখাবে না - "দৌড়া বাঘ আইল" , ধারাভাষ্যকার সাকিবের নৈপুণ্যে উচ্ছ্বসিত বলবে না - ''Bangladeshi Tiger'' সেলুকাস , বড় বিচিত্র এই দেশ ! একে একে ভারতের কাছে সঁপে দিচ্ছে আমাদের স্বাধীন বাংলার স্বাধীন সরকার বাংলাদেশের সকল কারুকার্য । আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি , ফজলী আমের পেটেন্ট দিয়ে দিল দাদাদের । ফেলানীর লাশ ঝুলে রইল বিমূর্ত আকাশে , প্রতিনিয়ত গরুচোর অভিধায় অভিসিক্ত করে বিএসএফ গুলি করছে আমাদের , সেই রক্তের লাল কি বাংলার ১৬ কোটি জণগণের বুকে লেগে রয় নি ? তবুও সরকার নিশ্চুপ । একদিকে ইন্ডিয়া টিপাইমুখ বাঁধ দিয়ে শুকিয়ে ফেলল বাংলার নদী , অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলার নদীর এক লক্ষ ইলিশ গিফট দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কে । কেন ? এটা কি তবে আমাদের নদী শুকানোর পুরষ্কার ? যে দেশে ইলিশের জেলে তার ছেলেকে ইলিশ খাওয়াতে পারে না, সে দেশের ইলিশ রক্তচোষা ,বাংলাদেশকে প্রতিনিয়ত পঙ্গু করে ফেলা ইন্ডিয়াকে কেন উপঢৌকন প্রদান ? তবে কি '৭১ এর ঋণ শোধ করছে সরকার , নাকি ইন্ডিয়া তার '৭১ এর ভিক্ষা সুদে আসলে বুঝে নিচ্ছে ? একবার ইন্ডিয়ার সস্তা বিতর্কিত টিকা কিনেছে সরকার , শোধ করেছে দাদাদের ঋণ , তাতেও বুঝি শোধ হয়নি । তাই এবারে বিকিয়ে দিতে হলো সুন্দরবনকে ! চতুর্ময় রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ আজ যখন গৃহযুদ্ধের নামান্তর , তখন দেশের এমন এক প্রাকৃতিক সম্পদকে এভাবে বিনষ্ট করছে সরকার আর তাতে প্রগলিশীলদের মুখে লেগেছে কপাট খিল । এখন তো তাদের কোন সাড়াশব্দ নেই । সারাবছর দেশপ্রেম দেশপ্রেম করে লম্ফঝম্ফ করে আজ প্রকৃত দেশপ্রেমের পরিচয় দেয়ার সময় গর্তে লুকিয়েছে বুনো ইঁদুরের মত । এমন ভণ্ডদের জন্য আমি শুধু কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়েই বলব -
"আবার তোরা মানুষ হ !"
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন