৩০ ডিসেম্বর স্মরণে
লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ০৭ এপ্রিল, ২০১৩, ০৭:০৬:২৭ সন্ধ্যা
অনেক বাদল অম্বরে ভিড় করিয়াছে আজ ,
রাঙা ও বদনে বাদল বেলার হয়েছে মেঘের সাজ ।
পতত্রী যত ব্যথিত বেদনে লুটায়ে আপন ডানা ,
গগন ত্যাজিয়া আপনার নীড়ে করিতেছে আনাগোনা ।
ব্যথার তীব্র মূর্ত প্রকাশ কুন্তের কলরবে ,
কাননের যত কুসুম-পুস্প ঝরিছে যে সবে ।
মধুকর ভুলে মধু-সুধা-পান মধুচাকে আনমনে ,
সহসা যাতনে ব্যথিত বেদনে ক্রন্দে যে ক্ষণে ক্ষণে ।
পর্ণীর শাখে নেই আজ কোন রঙিন পত্র-পল্লব ,
প্রতি শাখে তার সমীর গাহিয়া ওঠে মর্সিয়া-কলরব ।
অনেক ব্রীড়ায় সৌদামিনী ভুলে আত্মদর্প ,
ফণী ফণা ত্যাজি’ , অশ্রুজলেতে কাঁদে ও সর্প !
প্রকৃতির রূপ বদলেছে আজ , হাহাকার দিকে দিকে ,
কত যেন ব্যথা প্রকটিছে আজ তটিনীর বাঁকে বাঁকে ।
রোদনে রোদনে ডুকরে ওঠে মেদিনি হতে অম্বর –
একটি বছর পেরিয়ে এসেছে – ৩০ ডিসেম্বর ।
বাদলের জলে অস্রুসজলে ভরিয়া উঠিল সরোবর ,
ফুলে ফুলে কেঁদে কূলে কূলে পড়ে আছড়িয়া ও সাগর ।
যামিনীতে আজ উঠিবে নাহি রে হেলাল-সেতারা ,
মূর্ছনা’ আড়ে কাঁদিয়া উঠেছে সেতার-সুরেরা ।
কাহার ব্যথায় দৃষ্টির আড়ে নয়ন গোপনে মোছে নীর ,
বিষাণের সুর আপনার সুরে আপনি হয়েছে অধীর ।
আঁধারের আড়ে আঁধার যে কাঁদে – জানেনি নিশার প্রহর ,
নিশার বক্ষে ব্যথা জাগিয়াছে – নিশার কম্পিত অধর ।
এক ব্যথা সুর , এক বেদনা , এক যাতনা আজ সবার ,
বছর পেরিয়ে ডিসেম্বর ৩০ , এসেছে আবার !
৩০ ডিসেম্বর – আপনি ভুলেছে আপনার যত ব্যথা !
যাতনের রূপ নবরূপ আজ লভিয়াছে হয়ে কথা ।
কথায় অদ্য নাহি ঝরে তার ব্যথার বেদন প্রকাশ ,
কথার মাঝেতে ব্যথা যে শূন্য হাসির নাঙ্গা উদ্ভাস ।
৩০ ডিসেম্বর – ব্যথাতুর বলে ঘোষিয়াছিল যারা ,
ভুলিয়াছে তারা – ভোলেনি তবুও হেলাল সেতারা ।
তাইতো আজকে প্রভার গোপনে ভানুর তপ্ত ক্রন্দন ,
মোহনার সাথে বেদনার নদী রচিল সেই সে বন্ধন ।
ত্রিনদের জল অশ্রু হইয়া মিশিয়াছে আজ মোহনায় ,
পাখিরা কেঁদেছে , তরুরা কেঁদেছে , কুসুম কেঁদেছে , আকাশ ভেঙেছে কান্নায় !
শোকের সে ভাষা ভুলিয়াছে সবে বছর সমাপনীতে ,
তবু ফিরে হেরো ক্রন্দন আজ আসিয়াছে অবনীতে ।
প্রকৃতির এই মমত্ববোধ , ক্রন্দন বিলাপ সুর ,
আজকের এই দিবস যামিনী শোকেতে করেছে মধুর !
আর কারো হৃদি না হোক ভার ,
স্মরিয়া হে স্মৃতি তোমার –
বেদনায় তব ভার হল যেই প্রকৃতির অন্তর ,
তার মাঝে তুমি অমর – হে ৩০ ডিসেম্বর !
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন