।।আমি এক বাঁধনহারা কবি:কেন বাঁধনহারা কবি???।।

লিখেছেন লিখেছেন কবি বাঁধনহারা ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৮:১৩ সন্ধ্যা



আমি এক বাঁধনহারা কবি

আমি প্রেম দিয়ে সাজাতে চাই এ পৃথিবী।

আমি লিখি শুধু তাঁদেরই কথা

যাঁদের মনে জমে আছে শত ব্যথা।

তেল মাথায় তেল দেয়া নয় আমার কাজ

সত্য কথা বলতে আমার নাই কোন লাজ!

কাটা ঘায়ে কেউ লাগাই না মলম

লিখতে গিয়ে কেঁপে উঠে কলম।

আমি বাঁধনহারা,আমার নাই কোন ঘর

সবাই আমার বন্ধু,সবাই আমার পর।

আমার নাই কর্ম,আমার নাই ধর্ম

ভবঘুরে ঘুরাই আমার জীবনের মর্ম।

দুঃখ সয়ে আজ আমি চিরসুখী

আজ আমি চাই না সখা-সখি।

আমার মনে নাই কোন দুঃখ-বেদনা

আমি সব সময় করি সত্য -সাধনা।

বসুধার রূপ দেখে আমি আজ আর্তহারা

তাইতো আমি নাম নিয়েছি বাঁধনহারা।

আমি চারিদিকে শুনি মজলুমের কান্না

মজলুমের কথা আজ কেউ বলে না!!

সবাই আজ ঘুমিয়ে আছে সুখের বাসরে

কে আজ আলো জ্বালবে মজলুমের ঘরে?

সবাই আজ ভাসতে চাই সুখের সাগরে

কেউ তবু ডুবতে চাই না দুঃখের ভাদরে।

যার যত আছে সে তত চাই

কেউ যেন আজ কারো নয়!!

কেউ খাই পোলাও-মাংস কেউ পাই না নুন

এ জন্য কি মুক্তিসেনারা ঢেলেছিল খুন?

মুখে সবাই বলি মোরা ‌‍সব মানুষ সমান

স্বার্থের জন্য করি মোরা মানুষকে অপমান।

স্বাধীনতা এসেছে তবু আসেনি তার সুখ

আজো কেন মলিন দেখায় বাংলার মুখ?

ঘন-অন্ধকারে কাঁদে আজ মহিয়সী মা

মাকে যে ঘৃণা করে তার কি আছে ক্ষমা?

মজলুমের কথা বুঝে না কোন সরকার

প্রতিবাদ করলে দেয় হিংস্র হুংকার!!

বৃটিশ গেছে,পাকিস্তান গেছে তবু মেলেনি অধিকার

মীর জাফরের মিত্ররাই ক্ষমতায় এসেছে বারবার।

প্রতিবাদ না করতে পেরে নীরবে কাঁদে দেশপ্রেমিক-দেবতা

বাংলার মানুষ জাগো: ভেঙে ফেলো সব নীরবতা...

শুধু এক বার বজ্র-কণ্ঠে বলে যাও বিপ্লব ও মুক্তির কথা..!!!

আজ নাই তিতুমীর,সলিমুল্লাহ,মাওলানা ভাসানী

আজ নাই সূর্য্য সেন,ঈশা খাঁ,জেনারেল ওসমানী,

তাইতো আজ চারিদিকে ভুখা মজলুমের আযান শুনি।

আজো আছে পদ্মা,মেঘনা,সুরমা,বুড়িগঙ্গা,গোমতি,যমুনা:

আছে লাল-সবুজ পতাকা,আজো আছে ঈসা খাঁর ঢাকা

আজো অনেক আছে: শুধু হারিয়ে গেছে সুখের জোৎস্না।

আজ লাখো শহিদের রক্ত মেখে বলছি:

আমাকে ক্ষমা করুন;আমি ভুল করেছি!

আমি সব পথ হারিয়ে হয়েছি পথহারা:

আমার কেউ নাই আমি ছাড়া...।

আমি বেঁচে থেকেও আজ আধমরা

আমি ঘর থেকেও আজ ঘরছাড়া,

তাইতো আমি নাম নিয়েছি বাঁধনহারা।

আমি জানি না আমার শেষ গন্তব্য!

সম্ভব হলে কেউ করতে পারেন মন্তব্য।

এখানেই শেষ করছি আমার মনের সুপ্ত কথা

কারো ভালো লাগলে পড়বেন আমার কবিতা!!!!!!!

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File