সর্বোত্তম আমল
লিখেছেন লিখেছেন মেঘদূত ১৪ এপ্রিল, ২০১৩, ১২:০০:১২ দুপুর
হযরত ইবনে আম্বছা রাঃ হতে বর্র্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাঃ এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলাল্লাহ ! আপনার অনুসরণ করেছেন কোন শ্রেণীর লোকেরা?
রাসূল সাঃ উত্তর দিলেন, স্বাধীন এবং ক্রীতদাস উভয় শ্রেণী।
আমি আবার জিজ্ঞসা করলাম, হে আল্লাহর রাসূল! ইসলাম কি জিনিস?
রাসূল সাঃ উত্তর দিলেন, মানুষের সাথে উত্তমরূপে আলাপ করা এবং মানুষকে খানা খাওয়ানো।
আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ ! ঈমান কী জিনিস?
রাসূল সাঃ বললেন, ধ্যৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেয়া।
আমি জিজ্ঞাসা করলাম, ইসলামের শ্রেষ্ঠতম আমল কী?
নবী করীম সাঃ বললেন, উত্তম আখলাক।
আমি জিজ্ঞাসা করলাম, নামাযের মধ্যে উত্তম কী?
রাসূল সাঃ উত্তরে বললেন, দীর্ঘ কিয়াম।
আমি জিজ্ঞাসা করলাম, হিজরতের মধ্যে কোনটি উত্তম?
উত্তরে তিনি বললেন, মন্দ কাজগুলো বর্জন করা।
(সূত্রঃ মাজমাউজ যাওয়ায়েদ খঃ ১, পৃঃ ৬৬)
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন