এক নির্লজ্জ বিজয়ের উল্লাস
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩১ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৬:০৪ সকাল
চারিদিকে রব উঠেছিল।
দূর্মদেরা বলবে, এটা তাদের শ্লোগান ছিল।
কিন্তু তাদের অন্তর জানে, শতবার তাদের অন্তর সাক্ষী দেবে
এটা তাদের শ্লোগান নয়,এটা ছিল "খেদাও খেদাও" শ্লোগান।
কোটি কোটি মানুষের গুমন্ত আত্মা জেগে উঠেছিল, "খেদাও" কোরাসে।
"খেদাও" মানে কী? তারা ঠিকই জানে।
তাই ত নিজেদের বাঁচাতে হীন সকল তৎপরতাই তারা অব্যাহত রেখেছে।
ভোট দিতে যাবেন না, বলে কান্ত হয় নি।
বিপক্ষ জনের ভিটে বাড়িতে আগুন লাগিয়েছে, দা-ছুরি-চাক্কু চালিয়েছে
রক্তাক্ত উৎপীড়ন চালিয়ে মানুষের মনে ভয় জাগানোর চেষ্টা করেছে।
উর্দী পড়া পাষন্ডগুলো ঘুমন্ত গায়ে হানা দিয়ে হাতকড়া পরিয়েছে নিরীহজনের।
গাও ছাড়া হয়েছে নিরোপরাধ ছাত্র,যুবক আর সত্তোর্ধ বৃদ্ধরা।
এই শীতের দিনে কাথা বালিশ কম্বল রেখে আশ্রয় নিয়েছে খড়ের ঘরে।
এ যেন বাপ দাদার বলা একাত্তরের মুক্তি সংগ্রামকে হার মানানোর গল্প।
প্রচন্ড রকম তান্ডবতায় পার হয় কয়টা দিন।
তারপরও মানুষ অপেক্ষায় থাকে একটি দিনের।
সেনাবাহিনী তাদের পোষা বলে বক্তৃতা বিবৃতি দিলেও
দেশের অসহায় মানুষগুলো সেনাবাহিনী নিয়েই আশায় বুক বাঁধে।
অবশেষে কাংখিত দিন তিরিশে ডিসেম্বর মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে যায়।
কিন্তু, মানুষ মানুষ থাকলেও মানুষ থাকল না ওরা।
মানুষ থাকল না তাদের দলের নেতা কর্মী,
মানুষ থাকল না নির্বাচনে জড়িত সব কর্তৃপক্ষ।
সকল আশা ভরসার প্রিয় সেনাবাহিনী তাদের পোষা হয়েই রইল!
সাধারণ মানুষ একরাশ আক্ষেপ আর হতাশা নিয়ে ফিরল ঘরে।
আর আমরা দেখলাম, এক নির্লজ্জ বিজয়ের উল্লাস।
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপি ভুল করেছিল ২০১৪ তে ইলেকশনে না এসে। সে সময়ে বিরোধী দলে থাকলে আজকে খালেদা জিয়াকে জেলে ঢোকানোর সাহস হত না এবং আজকে হয়ত বিএনপিই ক্ষমতায় বসতো।
৩১শে ডিসেম্বর পোষ্ট করা শেখের পোলার লিখায় বুঝি মন্তব্য করার মত ব্লগার নেই। আহারে ব্লগ। ব্লগারহীন ব্লগ যেন জনমানবহীন এক নিস্তব্ধ জনপদ।
মন্তব্য করতে লগইন করুন