উঠাও কোটা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৯ এপ্রিল, ২০১৮, ০২:০২:০১ দুপুর
কোটা দিয়ে হচ্ছে বলি মেধা
প্রশাসনে মেধাহীনদের বান
চাকরিটা পায় যত্তসব ঐ গেদা
হয় না কোথা যোগ্যতদের থান।
-
যুদ্ধ হলো স্বাধীন হলো দেশ
বৈষম্য আর শোষণ হবে দূর
আগের মত চলছে সবই বেশ!
দেশটা আজো শোষকেই ভরপুর।
-
বলতে কথা বাংলাভাষায় মুখে
বায়ান্নতে ছাত্ররা দেয় প্রাণ
কোন শালারা চালায় গুলি বুকে?
ছাত্ররা গায় কোন সে দাবীর গান?
-
তফাতটা কী বায়ান্ন এই ক্ষণে?
এখন ত নাই পাকিস্তানি শাসন
আবদ্ধ ক্যান্ হচ্ছি রক্ত ঋৃণে?
কেউ দেবে না সাতই মার্চের ভাষণ?
-
উঠাও কোটা মেধা যাচাই কর
প্রতিবন্ধীদের জন্যে কিছু রেখে
দেশ সেরা ঐ মানুষগুলো ধর
প্রশাসনে মেধা আনো ছেকে।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন