আক্রোস্টিক কবিতা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৬ অক্টোবর, ২০১৭, ১১:৫১:৪৬ রাত

কারো নামের এক একটা অক্ষর দিয়ে যে কবিতার প্রতিটা লাইন শুরু হয় তাকে আক্রোস্টিক কবিতা বলে।

^কাজী নজরুল ইসলাম^

কাগজের পাতায় ভরে লিখেছিলে কবিতা ও গান

জীবন জাগিয়েছ,জাগিয়েছ মানুষের মৃত প্রাণ।

-

নতুন করে বাঁচতে শিখিয়েছ অগণিত বনি আদম

জবানেও গেয়েছো সেই মন্ত্রখানি সদা হরদম।

রুখতে পারে নি কেউ কোনোদিন কলম তোমার

ললাটে লেপেছিল তাই জেল জুলুম বেশুমার।

-

ইথারে বিতারে আজো তোমার গান কবিতা

সদায় বাজে, যা লিখেছিলে তুমি সবই তা।

"লা ইলাহা ইল্লাল্লাহ"য় তুমি বিশ্বাসী ছিলে

মসজিদের পাশে শুয়ে আছ মানুষের দিলে।

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384305
২৭ অক্টোবর ২০১৭ সকাল ১১:২৬
চেতনাবিলাস লিখেছেন : বাহ! বাহ! চমৎকার!!
২৭ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৩
317016
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
384309
২৭ অক্টোবর ২০১৭ দুপুর ০২:৪০
হতভাগা লিখেছেন : ভালই হয়েছে । কবিতাটা কি আপনিই লিখেছেন?
২৭ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৩
317015
প্যারিস থেকে আমি লিখেছেন : কপি করলে উনার নাম সহ দিতাম প্রিয়।
384318
২৮ অক্টোবর ২০১৭ রাত ০১:৩২
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর
২৮ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:১৪
317020
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File