মহাজাগতিক মুসাফির

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ এপ্রিল, ২০১৭, ০৯:২৭:৪৩ রাত

হে মহাজাগতিক মুসাফির

তুমি কি হারিয়েছো কূল? হারিয়েছো তোমার দুই তীর?

তুমি কি জীবনের নাওখানি বাইতে বাইতে ক্লান্ত।

না কি মাঝ দরিয়ায় হাতড়ে মরছো পথের দিশা।

-

তুমি কি দিকভ্রান্ত নাবিক?

তুমি কি পথহারা পথিক?

অবিরাম চলা গন্তব্য কি তোমার হারিয়েছে পথের বাঁকে?

তোমার পাল কি ছেড়াছিন্ন?

তুমি কি পথ ভুলে হয়েছো ভিন্ন?

অসীম শূন্যতায় তোমার মন বসে না কোনোও শাখে।

-

ক্লান্তি মুছো হে মুসাফির

আড়মোড়া ভেঙ্গে শক্ত হাতে বৈঠা ধরো

হতাশাকে দু'পায়ে দলে পথে নামো সিরাতুল মোস্তাকিমের

দৃষ্টি ফেরাও হেরার রাজ তুরণের পানে

দেখবে,মন্জিল সে তো দূরে নয়

ফিরে পাবে কূল,ফিরে পাবে তীর

হে মহাজাগতিক মুসাফির।

বিষয়: সাহিত্য

৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File