"আন্তর্জাতিক" না যেই লাউ সেই কদু
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ এপ্রিল, ২০১৭, ০৫:৪৬:৪৪ বিকাল
বর্তমানে বাংলাদেশে বহুল পরিচিত শব্দ হচ্ছে "আন্তর্জাতিক"। এই পরিচয় করিয়ে দেয়ার পেছনে ওয়াজ মাহফিলগুলোর কৃতিত্বই সর্বোচ্চ। প্রায় সব ওয়াজ মাহফিলে আন্তর্জাতিক (?) বক্তা বা মুফাসসির উপস্থিত ছিলেন। কোনো ওয়াজ মাহফিল ছিলোনা, যেখানে আন্তর্জাতিক (?) মুফাসসিরে কুরআন হাজির ছিলেন না। সবাই আন্তর্জাতিক।যিনি নতুন ওয়াজ শুরু করছেন তিনিও আন্তর্জাতিক, আর পুরোনোজন ত আগেই আন্তর্জাতিক হয়ে আছেন। মাহফিলের আয়োজকরা খুব বড় করে মাইকে আওয়াজ দিয়েছেন আন্তর্জাতিক আন্তর্জাতিক বলে।
কেন জানি মনে হচ্ছে, যিনি নিজেকে আন্তর্জাতিক দাবি করছেন আর যারা গলা ফাটাচ্ছেন কেউই আন্তর্জাতিক এর মানে কি তা জানেন না।শুধু ওয়ায়েজিন আর আয়োজকদের দুষই বা কেন দেব। এখনতো, দু'চারটা গান গেয়েও আন্তর্জাতিক শিল্পী হয়ে যান অনেকে। আমরা অনেকেই জানি না, মানুষ আন্তর্জাতিক হয় কিভাবে? আমরা বিভিন্ন দেশে গিয়ে নিজ জাতি গোস্টির মধ্যে যারা ওয়াজ করেন,গান গান,বক্তব্য দেন তাদেরকেই আন্তর্জাতিক বলে মনে করি। আসলে কি তিনি আন্তর্জাতিক হবেন? আন্তর্জাতিক এর মানে কি তাই?
আসুন, জেনে নেই আন্তর্জাতিক এর মানে টা কি। উইকিপিডিয়া থেকে যা পেয়েছি তা হলো, ন্যুনতম একাধিক দেশ ও জাতিগোষ্টির মধ্যে যিনি পরিচিত হবেন তিনিই আন্তর্জাতিক। যেমন, যে কোম্পানী একাধিক দেশে কাজ করছে সেটা আন্তর্জাতিক কোম্পানী। যে প্রোডাক্ট বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে তা আন্তর্জাতিক প্রোডাক্ট।সে হিসাবে যে ব্যক্তি একাধিক দেশ ও জাতি গোষ্টির মাঝে বক্তব্য রাখেন তিনিই হবেন আন্তর্জাতিক বক্তা। ঠিক সেভাবে, যে মাওলানা ভিন্ন দেশে ভিন্ন জাতি গোষ্টির মধ্যে ওয়াজ বা তাফসির করে থাকেন,তিনি আন্তর্জাতিক মুফাসসির হতে পারেন। একজন গানের শিল্পীও শুধু এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক শিল্পী হতে পারেন।
তাহলে, বুঝা গেলো শুধু অন্য দেশে গিয়ে নিজ জাতির মানুষের মাঝে বক্তব্য রাখলে, ওয়াজ করলে কিংবা গান গাইলে আন্তর্জাতিক বক্তা, আন্তর্জাতিক মুফাসসির কিংবা আন্তর্জাতিক শিল্পী হওয়া যায় না। আন্তর্জাতিক হতে গেলে ভিন্ন দেশ,দেশের মানুষ,জাতি গোষ্টিতে আপনার পরিচয় থাকতে হবে, আপনার সম্পর্কে ধারণা থাকতে হবে। তবেই আপনি আন্তর্জাতিক হতে পারবেন। অন্যতায় আন্তর্জাতিক বলে যতই গলা ফাটান না কেন ,যেই লাউ সেই কদু।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন